KKR vs DC ম্যাচে হয়েছে বড় ভুল! বদলে যেতে পারতো ম্যাচের ভাগ্য

হোম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। এই পরাজয়ের পর কাটাছেঁড়া চলছে ডিসি শিবিরে। ম্যাচের পরাজয়ের জন্য দিল্লি ক্যাপিটালের অধিনায়ক ঋষভ পন্থ কিন্তু কোনোভাবে দায় এড়াতে পারবেন না। তাঁর একটি ভুল এখন এসেছে প্রকাশ্যে।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালের বোলাররা রান বিলিয়েছেন অকাতরে। এর পাশাপাশি পন্থের একটি ভুলও এই বড় পরাজয়ের কারণ হিসেবে উঠে আসছে। কলকাতা নাইট রাইডার্সের ইনিংসের চতুর্থ ওভারে ইশান্ত শর্মার বল সুনীল নারিনের ব্যাটের কানায় লেগেছিল। পন্থ ক্যাচ নিলেও আম্পায়ার নট আউট দিয়েছিলেন। এর পর পন্থের কাছে ডিআরএস নেওয়ার সুযোগ ছিল। কিন্তু পন্থ সিদ্ধান্ত নিতে খুব দেরি করেছিলেন। দ্রুত সিদ্ধান্ত না নিয়ে তিনি সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে থাকেন বেশ কিছুক্ষণ। সেখানেই হয়েছে একটা ভুল।

   

কথা বলার পরে তিনি যখন ডিআরএস নেওয়ার জন্য ইঙ্গিত করেন ততক্ষণে সময় পেরিয়ে গিয়েছিল। আম্পায়ার তাঁকে জানান, রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়া জন্য বরাদ্দ ১৫ সেকেন্ড সময় শেষ হয়েছে।

এরপর আম্পায়ারের সঙ্গে কথা বললেও আর ডিআরএস নেওয়ার সুযোগ ছিল না। পরে রিপ্লেতে দেখা গিয়েছিল নারিনের ব্যাটের কানায় বল লেগেছিল। এই ম্যাচে ঝড়ো ব্যাটিং করে সুনীল নারিন ৩৯ বলে ৮৫ রান করে কলকাতা নাইট রাইডার্সের রান নিয়ে গিয়েছিলেন অনেক দূর। ম্যাচ শেষে ঋষভ পন্থকে ডিআরএস নিয়ে প্রশ্ন করা হলে পন্থ এর কারণ জানিয়েছেন।

পন্থ জানান, মাঠে প্রচুর শব্দ হচ্ছিল। তাই ব্যাটের শব্দ শুনতে পাননি তিনি। মাঠের বড় পর্দায় টাইমারও দেখতে পারেননি তিনি। পন্থ বলতে চেয়েছেন, বড় পর্দায় যদি টাইমার থাকত, তা হলে তিনি আগেই ডিআরএসের সিদ্ধান্ত নিতে পারতেন। সেটা করতে পারলে কলকাতা ও দিল্লি ম্যাচের ফল অন্য রকম হলেও হতে পারতো।

তবে অনেকের মতে, বড় স্ক্রিনে টাইমার দেখানো উচিৎ। পন্থের অভিযোগ সত্যি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলেও অনেকে দাবি করছেন।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর