২০২৪-র IPL-এ বড় কীর্তি করল KKR! প্রথম দল হিসেবে এই কাণ্ড করল কলকাতা

কলকাতা আছে কলকাতাতেই। নাইট রাইডার্সের পরপর দুই ম্যাচ জয়ের পর তিলোত্তমা এখন বাস্তবিক সিটি অফ জয়। অ্যাওয়ে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হেলায় হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR vs RCB)। কলকাতার বোলারদের দাপটে বিরাট কোহলি ছাড়া আর কেউ তেমন রান পাননি। আবার কেকেআর ব্যাটারদের দাপটে নিষ্প্রভ আরসিবি বোলিং বিভাগ। আরসিবির বিরুদ্ধে এই জয়ের মাধ্যেম চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) অনন্য রেকর্ড গড়েছে কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এ এই কাজ কলকাতা নাইট রাইডার্স ছাড়া এখনও কোনও দল করে দেখাতে পারেনি।

টসে জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাটা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ক্রিকেট এগারোজনের খেলা। বিরাট কোহলি একা ৫৯ বলে ৮৩ রানের ইনিংস খেললেন খেললেও দল হিসেবে ব্যর্থ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্রিকেট অভিজ্ঞদের মতে, বিরাট তাঁর সতীর্থদের কাছ থেকে একটু সাপোর্ট পেলে সেঞ্চুরি করতে পারতেন এই ম্যাচ। বিরাটের একার ৮৩ রানের সাহায্যে কুড়ি ওভারে ১৮২ রান করে আরসিবি।

   

১৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। ফিল সল্ট, সুনীল নারিনের মারকাটিরে ব্যাটিং শুরুতেই ভেঙে দিয়েছিল আরসিবি বোলারদের মনোবল। বাকি কাজ করে দেন ভেঙ্কটেশ আইয়ার ও নাইট ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। ১৬.৫ ওভারে শেষ ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের হাতে বাকি থাকল ৭ উইকেট। এখানেই নজির। চলতি আইপিএলে এখনও কোনও দল সাত উইকেটে ম্যাচ জিততে পারেনি।

চলতি আইপিএল-এ হওয়া এখনও পর্যন্ত সমস্ত ম্যাচের ফলাফল:

  • প্রথম ম্যাচ- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস।
  • দ্বিতীয় ম্যাচ- দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ উইকেটে জয়ী পাঞ্জাব কিংস।
  • তৃতীয় ম্যাচ- সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ রানে জয় কলকাতা নাইট রাইডার্সের।
  • চতুর্থ ম্যাচ- লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ২০ রানে জয়ী রাজস্থান রয়্যালস।
  • পঞ্চম ম্যাচ- মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬ রানে জয়ী গুজরাট টাইটান্স।
  • ষষ্ঠ ম্যাচ- পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবি জিতেছে ৪ রানের ব্যবধানে।
  • সপ্তম ম্যাচ- গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৬৩ রানে জয়ী চেন্নাই সুপার কিংস।
  • অষ্টম ম্যাচ- মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩১ রানে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ।
  • নবম ম্যাচ- দিল্লির বিরুদ্ধে ১২ রানে রাজস্থানের জয়।
  • দশম ম্যাচ- বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতার ৭ উইকেটে জয়।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর