তেড়ে আসছে ঝড়! এবার খেল দেখাবে কালবৈশাখী, শনিতে কেমন থাকবে আবহাওয়া?

আশঙ্কাই সত্যি হল আলিপুর আবহাওয়া দফতরের। আমূল বদল ঘটল বাংলার আবহাওয়ার। গুমোট ভাব তো রয়েছে, যদিও কিছুটা ফুরফুরে হাওয়া বইছে। আলিপুর হাওয়া অফিসের আগাম পূর্বাভাস অনুযায়ী, গতকাল সকাল থেকেই কালো মেঘে ঢেকে ছিল আকাশ। এরপর সন্ধে হতে না হতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয় কলকাতা শহর সহ বাংলার বহু জেলায়।

এদিকে আজ শনিবার সকাল থেকেও বাংলার আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। এর পাশাপাশি গুমোট গরম। রাস্তায় বেরোতে গেলেই যেন কালঘাম ছুটে যাচ্ছে সাধারণ শহরবাসী থেকে শুরু করে বিভিন্ন জেলাবাসীর। আজও কি তবে বৃষ্টি অব্যাহত থাকবে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

   

হাওয়া অফিস জানাচ্ছে, কিছু ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার আমূল বদল ঘটবে। আগামী কয়েক ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আদ্র ও অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আকস্মিক ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে হাওয়া বইবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন।

আজ একাধিক জেলা যেমন কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলীতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আপনিও যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে থাকেন তাহলে সঙ্গে ছাতা রাখতে কিন্তু ভুলবেন না।

আজ শনিবার ও রবিবার এই বৃষ্টির পরিমাণ বাড়বে। ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িশার উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যার ফলে বঙ্গোপসাগর থেক আগত জলীয় বাষ্পের থেকে এই বৃষ্টি। শনিবার থেকে ২০ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালবৈশাখীর আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না হাওয়া অফিসের বিজ্ঞানীরা। যদিও মোটের ওপর শুষ্কই থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। তবে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙ-এর কিছু জায়গায়।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর