অসাধ্য সাধন! সাতসকালে বড় কীর্তি করে দেখাল ISRO, নয়া মুকুট ভারতের মাথায়

আজ শুক্রবার সাত সকালে ISRO-র মুকুটে নয়া পালক জুড়ল। যে কারণে আপনিও যদি ভারতীয় হয়ে থাকেন, তাহলে এই খবরটি শুনলে আপনারও বুক গর্বে চওড়া হয়ে উঠবে। আজ ইসরোর পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল প্রযুক্তি সফল হয়েছে। শুক্রবার সকাল ৭টা ১০ মিনিট নাগাদ কর্ণাটকের চিত্রদুর্গের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে ইসরোর পুনঃব্যবহারযোগ্য উৎক্ষেপণ যান ‘পুষ্পক’ সফলভাবে রানওয়েতে অবতরণ করে।

এদিকে এই পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকলের সফল অবতরণ সম্পর্কে ইসরো একটি বিবৃতি জারি করেছে এবং বলেছে যে ইসরো পুনরায় ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল প্রযুক্তির ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। এদিকে এহেন খবরে বেজায় খুশি দেশবাসী। এমনিতে ইসরোর চন্দ্রযান ৩, আদিত্য এল ১ মিশন নিয়ে দেশবাসীর গর্বের শেষ নেই, কিন্তু এখন ইসরোর এই পুষ্পক যান নিয়ে পরীক্ষামূলক কাজকে ঘিরে খুশির হাওয়া বইছে বিজ্ঞানীদের থেকে শুরু করে দেশবাসীর মধ্যে।

   

উল্লেখ্য, ISRO এর আগে দু’বার পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকলকে সফলভাবে অবতরণ করেছে। গত বছর ইসরোর পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকলের পরীক্ষার সময়, বায়ুসেনার চিনুক হেলিকপ্টারে প্রায় সাড়ে চার কিলোমিটার উচ্চতা থেকে আরএলভি উৎক্ষেপণ করা হয়েছিল। পরীক্ষার সময়, আরএলভি সফলভাবে রানওয়েতে অবতরণ করেছিল। আরএলভি ব্রেক প্যারাসুট, ল্যান্ডিং গিয়ার ব্রেক এবং নোজ হুইল স্টিয়ারিং সিস্টেমের সাহায্যে একটি সফল অবতরণ করেছে। পুনঃব্যবহারযোগ্য উৎক্ষেপণ যানের সফল অবতরণ ইসরো দ্বারা বিকশিত প্রযুক্তি যেমন নেভিগেশন, কন্ট্রোল সিস্টেম, ল্যান্ডিং গিয়ার এবং ঘোষণা ব্যবস্থার সাফল্যকেও স্ট্যাম্প করেছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর