T20 World Cup: হয়ে গেল ঘোষণা! টি২০ বিশ্বকাপের বাছাই করা দলে রিঙ্কু, যশস্বী

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024 শেষ হওয়ার পরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup)। এবারের আইপিএল এই কারণে আরও বেশি গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ট্রফি জয়ের ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী। ট্রফি জেতার জন্য ভালো দল গড়তে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড টি২০ বিশ্বকাপের জন্য এখন স্কোয়াড বাছাই করেনি। তবে ক্রিকেট প্রেমী থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা সাজাতে শুরু করেছেন নিজেদের পছন্দের দল। সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান নিজের পছন্দের টি২০ দল বেছে নিয়েছেন। এই দল হয়তো সবার মনঃপুত হবে না। দলে জায়গা পাননি হার্দিক পান্ডিয়া।

ইরফান চমক দিয়েছেন তাঁর উইকেটকিপার বাছাই করার সময়। তিনি সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল কিংবা কেএস ভরতের কথা বলেননি। বরং উইকেটের পিছনে তিনি বেছে নিয়েছেন ঋষভ পন্থকে। গাড়ি দুর্ঘটনার পড়ে এবারে প্রথম খেলতে নেমেছেন। ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসের হয়ে করেছেন একটি হাফ সেঞ্চুরি। তাই পাঠানের পন্থকে বেছে নেওয়ার পিছনে রয়েছে যথেষ্ট কারণ।

   

ব্যাটসম্যানদের তালিকায় রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিংকে বেছে নিয়েছেন ইরফান। বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে ইরফান বলেছেন, “বড় টুর্নামেন্টের জন্য ও খুবই গুরুত্বপূর্ণ।”

দুই অলরাউন্ডার হিসেবে পাঠান বেছে নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজাকে। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে তিনি বেছে নিয়েছেন জিতেশ শর্মা এবং ঋষভ পন্থ ও লোকেশ রাহুলকে। নিজের দলে সঞ্জু স্যামসনকে না নেওয়ার কারণ হিসেবে ইরফান জানিয়েছেন, আইপিএলে টপ অর্ডারে ব্যাট করছেন স্যামসন। ভারতীয় দলে টপ অর্ডার পজিশনের জন্য অনেক অনেক প্রতিযোগী রয়েছেন।

বোলিংয়ে কুলদীপ যাদব বা রবি বিষ্ণোই, ফাস্ট বোলিংয়ে মহসিন খান, আর্শদীপ সিং ছাড়াও জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজকে ইরফানের পছন্দ। তবে হার্দিককে দলে নেননি তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইরফান পাঠানের বাছাই করা ভারতীয় স্কোয়াডঃ

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, জিতেশ শর্মা, লোকেশ রাহুল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, মহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং/মহসিন খান।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর