সুখের দিন শেষ, এবার গায়ে জ্বালা ধরাবে রোদ, এই দিন থেকে ভোলবদল! IMD অ্যালার্ট

সকাল থেকেই মেঘলা হয়ে রয়েছে বাংলার (West Bengal) আকাশ। মনে হচ্ছে যেন যে কোনো সময় ঝেঁপে বৃষ্টি নামতে পারে। যদিও এখনো অবধি এক ফোঁটাও বৃষ্টির বিন্দু পড়েনি। অন্যদিকে সকাল থেকে বেশ ফুরফুরে হাওয়া বইছে, ফলে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও যেন মুক্তি মিলেছে। বিগত কয়েকদিন ধরে এরকমই আবহাওয়া (Weather) রয়েছে বাংলার তবে খুব শীঘ্রই স্বস্তির দিনের অন্ত হতে চলেছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামীকাল শুক্রবার থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া। আর ঠান্ডা আবহাওয়া নয়, এবার ভ্যাপসা এবং প্যাচপ্যাচে গরমের দিন আসতে চলেছে। হু হু করে বাড়বে গরম, বাড়ি থেকে দু দণ্ড বেরোনো অবধি মুশকিল হয়ে যাবে সকলের। কার্যত এমনই মন খারাপ করা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

   

উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং-সহ (Darjeeling) পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে বৃষ্টির কোন পূর্বাভাস নেই। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও আইএমডি (India Meteorological Department) জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত পূর্ব আসামের উপর নিম্ন ট্রপোস্ফেরিক স্তরে অবস্থান করছে। এটি পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি হতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেশের কিছু সমতল এলাকায় আবহাওয়ার ধরন পরিবর্তন হয়েছে। মানুষ দিনের বেলায় গরম এবং রাতে সামান্য ঠান্ডা অনুভূত হচ্ছে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার বুলেটিন প্রকাশ করেছে। আগামী ৭ মার্চ জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

hot weather

আবহাওয়া দফতর তার সর্বশেষ আপডেটে জানিয়েছে যে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ ওড়িশার উপর নিম্ন ট্রপোস্ফেরিক স্তরে অবস্থান করছে। এর প্রভাবে ৯ মার্চ পর্যন্ত ওড়িশায় এবং ৮ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি ঘূর্ণাবর্ত পূর্ব আসামের উপর। এটি পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি হতে পারে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর