রেডি রাখুন ছাতা ! দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টি, সতর্কতা জারী করলো আবহাওয়া দপ্তর

ঘনঘন চোখ পাল্টি করছে বাংলার (West Bengal) আবহাওয়া (Weather)। কখনও আশঙ্কা পারদ কমছে তো কখনো বেড়ে যাচ্ছে। এদিকে আবহাওয়ার এহেন মুড সুইংয়ের কারণে বেজায় বিরক্ত রাজ্যের মানুষ। ডিসেম্বর মাসে তো শীত ছিলই না, এদিকে নতুন বছরের শুরুটাও যেন অস্বস্তিকর আবহাওয়ার মাধ্যমে শুরু হয়েছে।

গতকাল অর্থাৎ মঙ্গলবার খানিকটা ঠান্ডা অনুভব করেছিলেন রাজ্যের মানুষ। সকলেই ভাবতে শুরু করেছিলেন যে এবার হয়তো জানুয়ারি মাসে জাঁকিয়ে শীতটা পড়তে চলেছে। তবে সেগুড়ে বালি। কারণ আলিপুর আবহাওয়া দফতর এমন পূর্বাভাস দিয়েছে যা শুনে আপনার মুখে মাছি ঢুকে যেতে পারে বৈকি।

   

আজ বুধবার অর্থাৎ নতুন বছর ও সপ্তাহের তৃতীয় দিন। গতকাল থেকে বেশ শীতের আমেজ পাচ্ছেন মানুষজন। আজও সেই ঠান্ডাটা অব্যাহত রয়েছে। দিন ও রাতের দিকে পারদ বেশ কমেও গিয়েছে। যদিও এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। হ্যাঁ ঠিকই শুনেছেন।

সোয়েটার, জ্যাকেট, শাল গায়ে তো দিচ্ছেনই, এর পাশাপাশি ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না। কার্যত তেমনই ইঙ্গিত দিচ্ছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা। উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গে (South Bengal) যেন নতুন করে তাপমাত্রা কমতে শুরু করেছে। ঠান্ডায় জুবুথুবু অবস্থা হয়ে গিয়েছেন শৈলশহর দার্জিলিং (Darjeeling)। সেখানকার তাপমাত্রা ৬-৭ ডিগ্রি। এদিকে সান্দাকুফুর পারদ ৩ থেকে ৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।

rain

এদিকে কলকাতায় তাপমাত্রা একাধিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৭-১৮ ডিগ্রিতে৷ তার পর ফের তাপমাত্রা অনেকটা কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও শুক্রবার থেকে রবিবার বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলার পারদ ফের ১০ ডিসেম্বরের পর নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর