আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় কালবৈশাখীর হানা! লণ্ডভণ্ড হবে চারিদিক, জারি চরম সতর্কতা

ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা বাংলার সাধারণ মানুষের। সেইসঙ্গে আবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে কলকাতা সহ বাংলার সবকটি জেলাতেই। তবে কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা নেই। তার ওপর বাড়ছে গরম। সব মিলিয়ে সকাল হোক বা বিকেল বাড়ি থেকে বেরোতে গিয়ে সবারই কমবেশি কালঘাম ছুটে যাচ্ছে।

তবে আজ সোমবার সপ্তাহের প্রথম দিন কলকাতা সহ সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? যদি না জানা থাকে তাহলে ঝটপট পড়ে নিন। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে গোটা দক্ষিণবঙ্গে জুড়ে আজ আবহাওয়া আকাশ‌ আংশিক মেঘলা থাকবে। যদিও ভ্যাপসা গরমের হাত থেকে এখনই রেহাই মিলছে না। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

হাওয়া অফিস আরো জানাচ্ছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে অনেকটাই বাড়বে। তবে আজ এক কথায় দুর্যোগে ভরা আবহাওয়া বিরাজ করবে বাংলায়। হাওয়া অফিসের মতে, শিলা বৃষ্টি-সহ কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের সাত জেলায়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের ৭ জেলায় কালবৈশাখীর সতর্কতা

আজ কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও দুই বর্ধমানে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে। সেইসঙ্গে দোসর হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বিশেষ করে আজ বিকেল বা সন্ধের পর কলকাতার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না। উল্লেখ্য, আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর