TRP-র দৌড়ে থেকেও হল না শেষ রক্ষা! বন্ধ হচ্ছে জি বাংলার এই মেগা, হয়ে গেল অন্তিম শ্যুটিং

বাংলা সিরিয়াল (Tv Shows) ছাড়া বেশিরভাগ মানুষের জীবন যেন এখন একদম অচল হয়ে গেছে। সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও মানুষ একটু সময় বের করে টিভির পর্দায় চোখ রাখতে ভালোবাসেন। কেউ দেখেন সিনেমা তো কেউ দেখেন সিরিয়াল। সাম্প্রতিক সময়ে বাংলা সিরিয়ালগুলির (Bengali Serial) জনপ্রিয়তা এক কথায় তুঙ্গে রয়েছে। সিরিয়ালপ্রেমীদের কথা মাথায় রেখে স্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla) একের পর এক মেগা উপহার দিয়ে সকলকে চমকে দিচ্ছে।

এদিকে যেমন নতুন নতুন সিরিয়াল আসছে দেখে মানুষ খুশি হচ্ছেন আবার তেমনই পুরনো কিছু সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ হয়ে যায় সকলের। এবার তেমনই টিআরপির (Target rating point) অভাবে বন্ধ হতে চলেছে একটি বিখ্যাত মেগা। যে কারণে বেজায় মন খারাপ সকলের। বিগত ১ বছর ধরে এই সিরিয়াল চলছিল। প্রথমের দিকে ভালো রেটিংস দিয়ে শুরু করলেও পরের দিকে অনেকটাই নেতিয়ে পড়ে মেগা।

   

আজ এই প্রতিবেদনে কথা হচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা শো ‘ইচ্ছে পুতুল’-কে (Icche Putul) নিয়ে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে স্লট বদল করলেও কামাল দেখাতে পারছিল না এই মেগা। ফলে খুব শীঘ্রই বন্ধ হবে ইচ্ছে পুতুল। যদিও এই নিয়ে স্পিকটি নট নীতি অবলম্বন করেছিলেন চ্যানেল কর্তৃপক্ষ থেকে শুরু করে সিরিয়ালের কলাকুশলীরা। তবে এবার এই জল্পনাতেই রীতিমতো শিলমোহর পড়ল। হয়ে গেল শেষ দিনের শুটিং। স্বাভাবিকভাবেই মন খারাপ সকলের।

সিরিয়ালের মুখ্য চরিত্র মেঘ অর্থাৎ তিতিক্ষা জানান, ‘সহকর্মী থেকে সেটে চা দিত যেই দাদা, সকলকেই মিস করবো।’ তবে এতদিন কাজ করে সহকর্মীরা সকলেই এখন তাঁর কাছে পরিবারের মতো হয়ে গিয়েছে। তাই রোজ দেখা না হলেও, যোগাযোগটা থাকবেই! অন্যদিকে ময়ূরী চরিত্রে অভিনয় করা শ্বেতা মিশ্র জানান, ‘অনেক স্মৃতি নিয়ে গেলেও, ময়ূরী চরিত্রটিকে সেটেই ছেড়ে যাবো।’ যদিও তিনি জানালেন, ময়ূরীর মতো একটু কনফিডেন্স তাঁর জীবনে আসলে নেহাত মন্দ হয় না!

icche putul

অন্যদিকে মৈনাক গিনির সঙ্গে বসে শেষ লাঞ্চ করার ভিডিয়ো শেয়ার করেছেন তিতিক্ষা ইনস্টাগ্রামে। ১১ মার্চ থেকে সোম থেকে রবি সন্ধে ৬টায় সম্প্রচারিত হবে যোগমায়া ধারাবাহিক।

 

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর