দিন শেষ জগদ্ধাত্রীর! TRP লিস্টে চমক দিয়ে সেরা হল এই মেগা, ঝট করে দেখে নিন লিস্ট

এসে গেল আরও একটা বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আসা মানেই হল বাংলা সিরিয়ালগুলির ভাগ্য নির্ধারণের দিন। অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহ বোঝা গেল কোন সিরিয়াল কোন অবস্থানে রয়েছে। জি বাংলা (Zee Bangla) না স্টার জলসা (Star Jalsha), চলতি সপ্তাহে কোন বাংলা চ্যানেলের সিরিয়ালগুলি টপে নিজেদের জায়গা পাকা করে নিল তা জানতে কি আপনিও আগ্রহী? তাহলে বিস্তারিত জানতে ছটফট করে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

বর্তমান সময়ে যতদিন এগোচ্ছে ততোই বাংলা সিরিয়াল গুলির রমরমা বেড়েই চলেছে। কখনো কিছু পুরনো সিরিয়াল বন্ধ হচ্ছে তো কখনো নতুন নতুন এবং দমদার স্টারকাস্ট নিয়ে শুরু হচ্ছে সিরিয়ালগুলি। বর্তমান সময়ে বাংলা বাংলা সিরিয়াল তো রয়েছেই পাশাপাশি দুটি বড় বাংলা চ্যানেল যেমন জি বাংলা এবং স্টার জলসার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই যেন আরো জোরদার হচ্ছে। তবে চলতি সপ্তাহে কোন চ্যানেলে সিরিয়াল টপ করল তা জানতে চোখ রাখুন প্রতিবেদনটির উপরে।

   

এইবারে যেন চোখ কপালে উঠলো দর্শকদের। কারণ টিআরপি (Target rating point) লিস্ট দেখে সকলেরই চোখ ছানাবড়া হওয়ারই কথা। সব থেকে বড় কথা বিগত কয়েক সপ্তাহ ধরে যেখানে জি বাংলার জগদ্ধাত্রী মতন সিরিয়াল বেঙ্গল টপারের তকমা ধরে রয়েছিল এই সপ্তাহে তা কিন্তু অব্যাহত থাকলো না। সোজা দু নম্বরে নেমে এলো এই সিরিয়াল। এখন আপনার মনে প্রশ্ন জাগছে তাহলে কোন সিরিয়াল বেঙ্গল টপার হল চলতি সপ্তাহে? তাহলে আপনাদের জানিয়ে রাখি এই সপ্তাহে এবং প্রথমবারের মতো বেঙ্গল টপার হলো জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিক।

এই সপ্তাহে নিম ফুলের মধু সিরিয়ালের ঝুলিতে রয়েছে ৮.৭ রেটিং। এখন এই মেগায় দেখা যাচ্ছে, দত্ত বাড়ির তিন সদস্যকে কিডন্যাপ করে কিছু দল। আর তাদের উদ্ধার করতে বিহারে চলে যায় পর্ণা-সৃজনরা। আর এমন টানটান উত্তেজনা ছিল কদিন, যার সোজা ছাপ পড়ল টিআরপিতে বলে মনে হচ্ছে।

neem jagaddhatri

বাকি সিরিয়ালগুলির অবস্থান কোথায় দেখে নিন…

প্রথম- নিম ফুলের মধু ৮.৭

দ্বিতীয়- জগদ্ধাত্রী ৮.৬

তৃতীয়- ফুলকি ৮.৩

চতুর্থ-গীতা LLB/ কোন গোপনে মন ভেসেছে ৭.৮

পঞ্চম- কথা ৭.২

ষষ্ঠ- কার কাছে কই মনের কথা ৬.৮

সপ্তম- অনুরাগের ছোয়া ৬.৫

অষ্টম- সন্ধ্যাতারা ৬.৪

নবম- আলোর কোলে ৫.৯

দশম-তোমাদের রানী ৫.৭

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর