কবে জনসাধারণের জন্য খুলছে গঙ্গার তলার মেট্রোর দরজা? হতাশার খবর দিল রেল কর্তৃপক্ষ

কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইতিহাসে নয়া অধ্যায় জুড়েছে। দেশের মধ্যে এই প্রথম, হুগলী নদীর বুকে চিড়ে তৈরি হয়েছে আন্ডারওয়াটার মেট্রো স্টেশন (Underwater Metro Station), লাইন। আর সেটা দিয়ে শুরু হল পরিষেবা। গতকাল বুধবার ছিল সেই মাহেন্দ্রক্ষণ যেটার অপেক্ষা করছিলেন মেট্রো রেল প্রেমীরা।

গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বাংলা পেল আন্ডারওয়াটার মেট্রো। মোদী সবুজ পতাকা দেখান হাওড়া ময়দান টু এসপ্ল্যানেড অবধি আন্ডারওয়াটার মেট্রো রেল পরিষেবা। এদিকে এহেন ঘটনায় বেজায় খুশি সকলে। সেইসঙ্গে বাংলার আরও দুটি মেট্রো রুট অর্থাৎ জোকা-তারাতলার সঙ্গে মাঝেরহাট এবং নিউ গড়িয়া টু রুবি, এই দুটির উদ্বোধনও করেন দেশের প্রধানমন্ত্রী। তবে প্রশ্ন উঠছে, উদ্বোধন তো হল, কিন্তু কবে থেকে সাধারণ মানুষ এই মেট্রো রুটগুলিতে উঠতে পারবেন?

   

এই নিয়ে এবার প্রকাশ্যে এল বিরাট বড় আপডেট, যা আপনারও শুনে রাখা জরুরি বৈকি। এই প্রথম গঙ্গার নীচে ইস্ট ওয়েস্ট মেট্রোর সুবিধা মিলবে। এই বিষয়ে বড় মন্তব্য করেছেন মেট্রোর আধিকারিকরা। তাঁরা জানাচ্ছেন, প্রকল্প উদ্বোধন হলেও পর্যাপ্ত কর্মী, আরপিএফ এখন মেট্রোর হাতে নেই। আর তাই পরিষেবা শুরুর দিনক্ষণ ঠিক করতে পারছে না কর্তৃপক্ষ। তবে সেই কাজ এগোচ্ছে।

আধিকারিকদের কথায়, নতুন তিনটি লাইনে পরিষেবা চালু করে দিলেই তো হল না। সেখানে পর্যাপ্ত কর্মী রাখতে হবে। সেইসঙ্গে যাত্রীদের নিরাপত্তার বিষয়টাও মাথায় রাখতে হবে। এতগুলো রেক চলবে, তার জন‌্য তো মোটরম‌্যানও লাগবে। সেসব তালিকা প্রস্তুত হলেই যাত্রী পরিষেবা শুরু হবে। এই বিষয়ে মেট্রো রেলের মুখ‌্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘তিন রুটেই যাত্রী পরিষেবার দিনক্ষণ ঠিক হয়নি। তা হলেই জানানো হবে।’’

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর