স্টার জলসাকে ফের উড়িয়ে দিল জি বাংলা! এ সপ্তাহের TRP-তে চরম চমক, হেরে গেল এই মেগা

ফের সকলকে টেক্কা দিয়ে এগিয়ে গেল জি বাংলা (Zee Bangla)। সেরার সেরা সিরিয়ালের তকমা ছিনিয়ে নিল জি বাংলারই এক মেগা। ২০২৩ সাল থেকে টিআরপি (Target rating point) তালিকা রীতিমতো ওলটপালট হয়ে যাচ্ছে। কোন সিরিয়াল কাকে এগিয়ে সেরার তকমা ছিনিয়ে নিচ্ছে তা কেউ আঁচই করতে পারছে না রীতিমতো।

এবারও কিন্তু তার কোনও ব্যতিক্রম হল না। চলতি সপ্তাহে সিরিয়ালগুলির ভাগ্য নির্ধারণ হল। আর চলতি সপ্তাহে বেঙ্গল টপার কে হয়েছে তা শুনলে আপনি হয়তো নিজের চোখ ও কানকে বিশ্বাসই করতে চাইবেন না। পাল্লা দিয়ে একদিকে যেমন পুরনো সিরিয়ালগুলি বন্ধ হয়ে যাচ্ছে ঠিক সেভাবেই আসছে নতুন নতুন সিরিয়াল।

   

অনেকেই ভাবছেন যে নতুনদের ভিড়ে কোথাও পুরনো মেগা সিরিয়ালগুলি নিজেদের জনপ্রিয়তা হারিয়ে ফেলবে না তো? উত্তর হল না। অন্তত জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়াল সেই জল্পনাকে একপ্রকার ধূলিসাৎ করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চলতি সপ্তাহে আর নিম ফুলের মধু নয়, এবার বেঙ্গল টপার হল জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ‘নিম ফুলের মধু’। সিরিয়ালটির ঝুলিতে এসেছে (৮.৮) পয়েন্ট।  আসুন বাকি সিরিয়ালগুলি চলতি সপ্তাহে কত কী পেল দেখে নিন…

  • তৃতীয়ঃ ফুলকি (৮.৭)
  • চতুর্থঃ গীতা L.LB (৭.৯)
  • পঞ্চমঃ কোন গোপনে (৭.৪)
  • ষষ্ঠঃ কার কাছে কই মনের কথা, অনুরাগের ছোঁয়া (৭.১)
  • সপ্তমঃ তোমাদের রাণী (৭.০)
  • অষ্টমঃ সন্ধ্যাতারা, জল থই থই ভালোবাসা, Love বিয়ে আজকাল (৬.৮)
  • নবমঃ তুমি আশেপাশে থাকলে, হরগৌরী পাইস হোটেল (৬.০)
  • দশমঃ ইচ্ছে পুতুল (৫.৮)

jagaddhatri serial

এদিকে নন ফিকশন শো-এর কথা বলতে গেলে

‘দিদি নম্বর ওয়ান’-এর ঝুলিতে রয়েছে ৫.৭ পয়েন্ট। অন্যদিকে সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত অনুষ্ঠান ‘দাদাগিরি’র ঝুলিতে রয়েছে ৫.৫ পয়েন্ট।  এদিকে চলতি সপ্তাহে ঘরে ঘরে জি বাংলার দখলে রয়েছে ১.৪ পয়েন্ট।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর