Zee Bangla-র কাছে হেরে ভূত Star Jalsha! TRP তালিকায় চমক জগদ্ধাত্রীর, জানুন টপার কে

এখন সর্বত্র শুধু সিরিয়ালের (Tv Show) রমরমা যেন। বাংলার বহু মানুষ এমন রয়েছেন যারা সারাদিনে টিভির পর্দায় ধারাবাহিকগুলি না দেখতে পেলে পেটের ভাত হজম হয় না। অনেকেই আছেন যারা ঘণ্টার পর ঘণ্টা ধরে সিরিয়ালের নেশায় বুঁদ হয়ে টিভির পর্দায় চোখ রাখেন। আপনিও কি টিভি সিরিয়াল দেখতে বেশি পছন্দ করেন? তাহলে আপনার জন্য রইল একটি বিশেষ খবর।

আজ বৃহস্পতিবার। আর এই দিনটি সিরিয়ালপ্রেমীদের থেকে শুরু করে বাংলা চ্যানেলগুলির কাছে কত একটা গুরুত্বপূর্ণ দিন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই। প্রত্যেক বৃহস্পতিবার বাংলা নন ফিকশন থেকে শুরু করে মেগা ধারাবাহিকগুলির রেজাল্ট অর্থাৎ টিআরপি (Target Rating Point) লিস্ট বের হয়। আর এই TRP লিস্ট দেখলে বোঝা যায় কোন সিরিয়াল কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল বা পিছিয়ে গেল। এবারও তার ব্যতিক্রম ঘটল না। কিন্তু চলতি বছরের TRP তালিকা দেখে সকলের চোখ এক কথায় ছানাবড়া হয়ে গেছে।

   

চলতি সপ্তাহেও প্রত্যাশা মতো টিআরপি টপার হয়েছে জি বাংলার জগদ্ধাত্রী (Jagaddhatri) সিরিয়াল। কিন্তু এই সপ্তাহে এক কথায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে জি বাংলার (Zee Bangla) অন্যতম দুই জনপ্রিয় মেগা ফুলকি এবং নিম ফুলের মধুর মধ্যে। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমনটা হতে পারে। এখন বর্তমানে এই তিনটি সিরিয়ালের মধ্যেই দারুণ দারুণ কিছু ট্র্যাক দেখা যাচ্ছে। ফলে কম্পিটেশনটা যে কাঁটায় কাঁটায় হচ্ছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। একদিকে যেমন দত্ত বাড়িতে পর্ণা ও সৃজনকে নিয়ে হই হুল্লোড় পড়ে গিয়েছে। ঠিক সেভাবেই ফুলকি সিরিয়ালে ডিভোর্সের ট্র্যাক চলছে। তাও কোন সিরিয়াল কত নম্বরে উঠে এল দেখে নিন…

zee

৯.০ নিয়ে প্রথম হয়েছে জগদ্ধাত্রী।

৮.৬ নিয়ে দ্বিতীয় হয়েছে নিম ফুলের মধু।

৮.৫ নিয়ে তৃতীয় ফুলকি।

৭.৬ রেটিং নিয়ে চতুর্থ গীতা LLB।

৭.৫ রেটিংস নিয়ে পঞ্চম স্থানে কোন গোপনে মন ভেসেছে ।

৭.১ ষষ্ঠ হয়েছে কার কাছে কই মনের কথা ।

৬.৫ পেয়ে সপ্তম হয়েছে কথা।

৬.৩ রেটিংস নিয়ে অষ্টম হয়েছে অনুরাগের ছোঁয়া।

নবম হয়েছে সন্ধ্যাতারা ৬.১।

দশম হয়েছে তোমাদের রাণী ৫.৭।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর