নাম, যশ, খ্যাতি সব রয়েছে! নেই শুধু সন্তান, বিয়ের ৩৮ বছর পর মুখ খুললেন শুভাশিস

শুভাশিস মুখোপাধ্যায়…বাংলা সিনে দুনিয়ায় এক বিখ্যাত নাম। বলা ভালো, বাংলা সিনেমা জগতের একজন হেভিওয়েট তারকা। বছরের পর বছর ধরে বাংলা সিনেমায় নিজের কিছু দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নাম, যশ, খ্যাতি সবই অর্জন করেছেন। কিন্তু অভিনেতার জীবনে একটি বড় দুঃখ রয়েছে যা তিনি চাইলেও মেটাতে পারবেন না।

আর সেই দুঃখ হল সন্তান না থাকা নিয়ে। এখন দোলের মরসুম। রাত পোহালেই দোলের আনন্দে মেতে উঠবে গোটা বাংলা। আর এই দোলের সময়ে শান্তিনিকেতনে সস্ত্রিক যাওয়া মাস্ট শুভাসের। কিন্তু অনেকেই শুভাশিস মুখোপাধ্যায়ের স্ত্রীকে চেনে না। তাঁর স্ত্রী হলেন ঈশিতা মুখোপাধ্যায়। তিনি নাট্যজগতের মানুষ। বর্তমানে দুজনের রয়েছেন বোলপুরে। দুজনের কিন্তু আবার প্রেম করে বিয়ে। স্মৃতির সাগরে ডুব দিয়ে বেশ অনেক কথাই বললেন শুভাশিস। ঈশিতার সঙ্গে তাঁর আলাপ, প্রেম–৩৮ বছর আগেকার কথা। ১৯৮৬ সালে বিয়ে করেছিলেন শুভাশিস মুখোপাধ্যায় এবং ঈশিতা মুখোপাধ্যায়। দুজনের আলাপ এবং প্রেমপর্ব মিলিয়ে প্রায় ৪ দশকের সম্পর্ক। আসন্ন ৬ মে বিবাহবার্ষিকী দম্পতির।

   

অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় বলেন, “কলকাতার ম্যাক্সমুলার ভবনে একটা নাটক করতে গিয়ে ঈশিতার সঙ্গে আমার প্রথম আলাপ। তারপর বন্ধুত্ব এবং প্রেম। বিয়েটাও করলাম আমরা। ওর মতো মেয়ে হয় না। আমি ওকে পেয়ে সত্যিই নিজেকে ভাগ্যবান বলে মনে করি।” পর্দায় অভিনেতাকে সবসময় কৌতুক অভিনেতা হিসেবে দেখা গিয়েছে। কিন্তু তাঁর জীবনেও যে এক বিষণ্ণতা রয়েছে তা তাঁর গলায় স্পস্ত ফুটে উঠেছে। বাবা হতে পারেননি তিনি। অভিনেতা জানালেন, “আমি সন্তানের বাবা হতে পারিনি তো কী আছে! এই নিয়ে আমার কোনও দুঃখ নেই। দিব্যি আছি আমি আর ঈশিতা।”

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর