‘আমার মেয়ের দু-তিনবার বিয়ে হয়ে যাবে’ সানাকে নিয়ে এসব কী বললেন সৌরভ! ভাইরাল ভিডিও

জি বাংলায় (Zee Bangla) বছরের পর বছর ধরে রমরমিয়ে চলছে দাদাগিরি (Dadagiri Unlimited)। আর এই দাদাগিরির একপ্রকার গৌরব বাড়িয়েই চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দাদাগিরির মঞ্চ যেন তাকে ছাড়া এক প্রকার অচল। এই দাদাগিরি মঞ্চেই সাধারণ মানুষ থেকে শুরু করে একের পর এক সেলিব্রেটি আসেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।

সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ছেলেদের জীবনের কথা ফুটে ওঠে এই দাদাগিরি মঞ্চে। শুধুমাত্র তাই নয়, এ দাদাগিরির মঞ্চে জীবনের বিভিন্ন দিকের কথা তুলে ধরেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। বাদ যায় না তার মেয়ে সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly) ও স্ত্রী ডোনা (Dona Ganguly)। স্ত্রী ডোনার পাশাপাশি তার মেয়ে সানা গঙ্গোপাধ্যায়কে নিয়ে নানা মানুষে নানা ধরনের প্রশ্ন করেন।

   

এবারও কিন্তু তার ব্যতিক্রম হলো না ফের একবার রবিবারে দাদাগিরি ছেলেদের নিয়ে জমজমাট হয়ে উঠেছিল এদিকে দাদাগিরির মঞ্চে এসে অভিনেত্রী দেবলীনা দত্ত সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁর মেয়ে সানা গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করেন। বর্তমানে লন্ডনে একটি স্বনামধন্য ফার্মে চাকরি করেন সানা এই নিয়ে বাবা সৌরভ ও মা গঙ্গোপাধ্যায়ের গর্বের শেষ নেই। এদিকে মেয়ের এখন বেশ ভালই বয়স হল।

অভিনেত্রী দেবলীনা দত্ত (Debolina Dutta) গুগলির মুখোমুখি হওয়ার আগে সৌরভের উদ্দেশ্যে একটি গুগলি ছোড়েন। সানার চাকরি বা পড়াশোনা নিয়ে নয়, এবার হবু জামাই-কে নিয়ে প্রশ্ন করেন সৌরভকে। জানতে চান, সানা তো এখন বড় হয়েছে। নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সানার পাত্র নির্বাচনের সময় হবু জামাইয়ের সামনে কোন তিনটে গুগলি রাখবেন দাদা?

এদিকে দেবলীনার মন্তব্য শুনে সৌরভ বলেন, ‘প্রথম প্রশ্ন হচ্ছে- আমেরিকার কোন শহরে বড়দিন পালন করার আগে নিউ ইয়ার পালন করা হয়? আর জামাই এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মেয়ের দু-তিনবার বিয়ে হয়ে যাবে’। এটা শুনে সকলেই একপ্রকার চমকে যান। এদিকে দর্শকাসন থেকে এক ছাত্র জানায়, আমেরিকার সব শহরেই আগে নিউ ইয়ার আসে ক্যালেন্ডার মেনে, তারপর ক্রিসমাস। এই উত্তরটাই আরও স্পষ্ট করে সৌরভ বলেন। সৌরভ জানান, ‘আমেরিকা কেন, পৃথিবীর সব দেশেই তো ক্যালেন্ডারানুসারে আগে নিউ ইয়ার, পরে ক্রিসমাস। তখন অবশ্য হাত কামড়ানো ছাড়া আর গতি নেই দেবলীনার।’

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর