TRP থাকলেও বন্ধ হচ্ছে সিরিয়াল! সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট জি বাংলার অভিনেত্রীর

নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আর এই নতুন বছরে বাংলা সিরিয়ালপ্রেমীদের (Tv shows) জন্য রয়েছে এক দুর্দান্ত সুখবর। স্টার জলসা (Star Jalsha) থেকে শুরু করে জি বাংলা (Zee Bangla), কালার্স বাংলা (Colors Bangla), সান বাংলায় (Sun Bangla) নতুন বছরে শুরু হতে চলেছে এক ঝাঁক কিছু নতুন ধারাবাহিক। ফলে বেজায় খুশি সকলে। বিশেষ করে যারা বাংলা সিরিয়াল দেখতে পছন্দ করে থাকেন।

একদিকে যখন নতুন সিরিয়াল শুরু হওয়ার আনন্দ রয়েছে ঠিক সেভাবেই কিছু সিরিয়াল বন্ধ হয়ে যাবে এটা ভেবে অনেকেই মুষড়ে পড়েছেন। স্টার জলসা তো বটেই, জি বাংলায় নতুন বছরে বেশ কিছু সিরিয়াল আসতে চলেছে, যার প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তবে এরই সঙ্গে স্টুডিও পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে বেশ কিছু সিরিয়ালের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।

   

এসকল জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়া পোস্ট করে সকলকে চমকে দিলেন অভিনেত্রী তিতিক্ষা দাস। এই অভিনেত্রীকে বর্তমানে জি বাংলার ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। এই সিরিয়াল টিআরপি (Target rating point) তালিকাতেও রয়েছে। যদিও শোনা যাচ্ছে, এই সিরিয়ালও নাকি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। ফলে বেজায় মন খারাপ দর্শকদের। বর্তমানে এই সিরিয়ালে একপ্রকার টানটান কিছু দৃশ্য দেখানো হচ্ছে।

সম্প্রতি দেখানো হয়েছিল যে মেঘ আত্মহত্যার চেষ্টা করেছে। যমে মানুষে টানাটানি হওয়ার পর আপাতত সে এখন সুস্থ। এমনকি নীল ও মেঘের মধ্যেকার অভিমানের কালো মেঘও ধীরে ধীরে সরে যাচ্ছে। অন্যদিকে রূপ ও ময়ূরীর শয়তানির মুখোশ খুলে দিতে চাইছে গিনি। ফলে এই কাজ যদি হয় তাহলে এই সিরিয়াল বন্ধ হয়ে যাবে বলেই আশঙ্কা করছেন সকলে।

 

View this post on Instagram

 

A post shared by Titiksha Das (@titikshadas_)

এরই মাঝে তিতিক্ষা দাস নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিশেষ জিনিস লিখেছেন। তিনি মেঘের সাজে সেজে লিখেছেন,   ‘এই চরিত্রটি আমার হৃদয়ে থেকে যাবে’।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর