TRP-তে রেকর্ড গড়বে জি বাংলা! এবার রচনার শোয়ে আসছেন মমতা! এই দিন দেখাবে টিভিতে

বাংলা টেলিভিশনে (Bengali Television) এই প্রথম, এক যুগান্তকারী ঘটনার সাক্ষী থাকতে চলেছেন বিনোদন প্রেমী থেকে শুরু করে রাজ্যের সমগ্র মানুষ। একটি বড় চমক থাকছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় নন ফিকশন শো ‘দিদি নং ১’-এ (Didi No. 1)। কারণ এবার এই শোয়ে আসছেন অন্য কেউ নন, স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)!

শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। সম্প্রতি নবান্নে হাজির হয়েছিলেন অভিনেত্রী তথা দিদি নং ১-এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। যেহেতু সামনেই লোকসভা নির্বাচন। আর তৃণমূল দলে বাংলা বিনোদন জগতের বহু মানুষ রয়েছেন। সেইজন্য নবান্নে রচনার আগমন দেখে অনেকেই ইতিমধ্যেই ভাবতে শুরু করেছিলেন যে এবার কি রঙিন দুনিয়ার পাশাপাশি রাজনীতিতেও হাত পাকাতে চলেছেন রচনা?

   

কিন্তু খেলা যেন আচমকাই ঘুরে গেল। এখন জানা যাচ্ছে, রাজনীতি নয়, দিদি নং ১-এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন রচনা। এদিকে রচনার সেই আর্জি ফেরাননি মুখ্যমন্ত্রী বলে খবর। অর্থাৎ এবার জি বাংলার এই জনপ্রিয় নন ফিকশন শো-তে খুব শীঘ্রই তৃণমূল সুপ্রিমোকে দেখা যাবে।

এদিকে এটা যদি সত্যি হিয় তাহলে জি বাংলার টিআরপি (Target rating point) যে এক ধাক্কায় অনেকটা বাড়বে সস্তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে, সূত্রের খবর, আগামী ২১ ফেব্রুয়ারি রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদি নম্বর ১’ এর সেটে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ইন্ডোর স্টুডিও নয়, ওই দিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নম্বর ১-এর সেটে দেখা মিলবে বাংলার দুই প্রিয় দিদির। প্রথমবার মুখ্য়মন্ত্রী রিয়ালিটি শো-এর আসরে, তাঁর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে আজ ১৮ তারিখ রবিবার মিটিং ডেকেছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি। গত মাসে মমতার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রচনা বলেছিলেন, চ্যানেলের তরফে একটা প্রস্তাব নিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন, এর সঙ্গে রাজনীতির যোগ নেই।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর