জগদ্ধাত্রী, ফুলকির ধুন্ধুমার লড়াই! এ সপ্তাহে চমকে দিল TRP লিস্ট, জানুন কে হল বেঙ্গল টপার

যাকে ছাড়া বাঙালির দিন কাটতে চায় না আজ সেই জিনিসের রিপোর্ট কার্ড প্রকাশ্যে চলে এলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন আজ বৃহস্পতিবার অর্থাৎ এসে গেল বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট চার্ট। যত সময় এগোচ্ছে ততই জানো বাংলা সিরিয়ালগুলির জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। সবথেকে বড় কথা বরাবরই জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha) এই দুই বড় চ্যানেলের মধ্যে যেন কাঁটায় কাঁটায় লড়াই হচ্ছে।

কোন সিরিয়াল কোন সিরিয়ালকে পিছনে ফেলে চলে গেল বা এগিয়ে গেল সেই নিয়ে জানতে গোটা সপ্তাহ অপেক্ষা করে থাকেন বিনোদন প্রেমীরা। এদিকে বাংলা সিরিয়াল প্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে টিআরপি (Target rating point) তালিকা প্রত্যেক সপ্তাহে প্রকাশিত হয়। এবারও তার ব্যতিক্রম ঘটলো না। কিন্তু এবারের তালিকা (Trp List) দেখে সকলের চোখ একপ্রকার কপালে উঠেছে।

   

টেলিভিশন অনুষ্ঠানের জনপ্রিয়তা এবং দর্শক নির্ধারণের জন্য টেলিভিশন রেটিং পয়েন্ট (TRP) একটি গুরুত্বপূর্ণ মেট্রিক। সাম্প্রতিক বছরগুলিতে বাংলা সিরিয়ালগুলি জনপ্রিয়তা অর্জন করেছে। বেশ কয়েকটি শো হাই টিআরপি রেটিং অর্জন করেছে। তবে বেশ কিছু জনপ্রিয় বাংলা সিরিয়াল ইতিমধ্যেই অন্যান্য ভারতীয় ভাষায় রিমেক করা হয়েছে।

২০২৪ সালে বেশ কয়েকটি বাংলা সিরিয়াল দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের আকর্ষণীয় কাহিনীসূত্র, শক্তিশালী চরিত্রের বিকাশ এবং প্রতিভাবান কাস্টের কারণে, স্টার জলসা থেকে অনুরাগের ছোঁয়া, জি বাংলার জগদ্ধাত্রী সহ সিরিয়ালের মতো শোগুলি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। এই সিরিয়ালগুলি দর্শকদের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে এবং ধারাবাহিকভাবে টিআরপি চার্টে শীর্ষে স্থান পেয়েছে।

bengali serial

তবে এই সপ্তাহে কোন সিরিয়াল বাজিমাত করল জানেন? কে কত নম্বরই পেল সে সম্পর্কে কিছু জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। দেখে নিন তালিকা…

১) জগদ্ধাত্রী ৮.৯
২) ফুলকি ৮.৭
৩) নিম ফুলের মধু ৮.২
৪) গীতা LLB ৮.০
৫) অনুরাগের ছোঁয়া ৭.৮
৬) কোন গোপনে মন ভেসেছে ৭.৪
৭) সন্ধ্যাতারা (৬.৬)
৮) জল থই থই ভালোবাসা (৬.৫)
৯) কার কাছে কই মনের কথা/ কথা (৬.৪)
১০) তোমাদের রাণী (৬.২)

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর