TRP-তে ডাহা ফেল! রাতারাতি বন্ধ স্টার জলসার এই মেগা, নতুন সিরিয়ালের ঘোষণা চ্যানেলের

ফের একবার বড় চমক দিল স্টার জলসা (Star Jalsha) চ্যানেল। আসছে নয়া সিরিয়াল (Television Show)। আর নয়া সিরিয়াল আসা মানেই হল পুরনো কোনও সিরিয়ালকে বিদায় জানানো। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন সিরিয়ালের ওপর কোপ পরতে চলেছে আর কোন সিরিয়ালই বা নতুন আসছে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।

স্টার জলসায় শুরু হতে চলেছে একটু অন্য ঘরানার সিরিয়াল। এর নাম হল ‘চিনি’। ‘তুমি আশেপাশে থাকলে’ সিরিয়ালটিকে পেয়ে এমনিতে একটু অন্য ধরনের সিরিয়ালের স্বাদ পেয়েছেন দর্শকরা। একঘেঁয়ে সেই শাশুড়ি বৌমার লড়াই, একটা ছেলে বা মেয়েকে নিয়ে ত্রিকোণ প্রেম, টানাটানি, এসব দেখতে দেখতে সকলেই বিরক্ত।

   

ফলে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে একটু এবার গল্পের প্লটে পরিবর্তন ঘটাচ্ছেন নির্মাতারা। তেমনই এবার এক নয়া রহস্য নিয়ে হাজির হতে চলেছে ‘চিনি’ সিরিয়ালটি। ইতিমধ্যে এই সিরিয়ালের প্রোমো সামনে এসেছে। আর যা দেখে কার্যত বেশ চোখ কপালে উঠেছে সকলের। অনেকেই ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছেন যে বাংলা সিরিয়ালে এরকম প্লট খুব কমই দেখা যায়। নতুন ধারাবাহিক ‘চিনি’, ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকছেন ‘খেলনা বাড়ির’ গুগলি ওরফে অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য। তাঁর বিপরীতে লম্বা বিরতির পর ধারাবাহিকে ফিরছেন অভিনেতা সোমরাজ মাইতি।

এই স্টার জলসায় আসা এই সিরিয়ালের প্রোমোতে দেখা যাচ্ছে, রহস্যে মোর রায়চৌধুরী বাড়িতে যাবে ড্রাইভারের মেয়ে চিনি। তারপরই হঠাৎ তাঁর চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য। একটি আস্ত গাড়ি আগুনে পুড়তে শুরু করেছে। আর সেই গাড়ির মধ্যে থেকে শোনা যাচ্ছে কারোর আর্ত চিৎকার। এদিকে এই দৃশ্য দেখে চিনি ছুটে যাচ্ছে। যদিও মা মরা মেয়ের, ঘোর কাটায় ঐবাড়ির ছেলে দ্রোণ। পরাবাস্তব বা অলৌকিকতার চাহিদা ছোটপর্দায় বরাবরের।  স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চিনি কি জাতিস্মর, নাকি সে ভবিষ্যৎ দেখতে পায়?

chini

এটা জানতে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। এখন প্রশ্ন উঠছে কোন সময়ে এই সিরিয়াল দেখা যাবে? আগামী ১২ ই জানুয়ারি থেকে সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটার সময় দেখবেন ‘চিনি’। অর্থাৎ ১১ ই জানুয়ারি তুঁতের অন্তিম সম্প্রচার। টিআরপির (Target rating point) অভাবে কিছুদিন আগে থেকেই ধুঁকছে তুঁতে। অন্য স্লটে পাঠানো হয়েছিল। যদিও চিনির কাছে হার মানতে হল এই তুঁতেকে। এই জায়গাতেই আসছে ‘চিনি।‘

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর