DA নয়, পেনশন প্রাপকদের জন্য বিরাট খবর! এক ধাক্কায় ভাতা বাড়ল ১৫%, মিলবে বকেয়াও

নতুন বছরটি কর্মচারীদের (Employee) জন্য একটি দুর্দান্ত হিসেবে প্রমাণিত হতে চলেছে। এখন তাদের জন্য অপেক্ষা করছে আরও একটি সুখবর। কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে শুধু তাই নয়, নতুন বছরে আরও বড় উপহার পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ নিশ্চিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এখন ভ্রমণ ভাতা (Travel Allowance)  এবং এইচআরএ-ও (House Rent Allowance) লাফিয়ে উঠতে পারে।

যদিও যারা পেনশন (Pension) পান তাঁদের জন্য রয়েছে বড় খবর। আপনিও কি পেনশন পান? আপনিও এক সময়ে কেন্দ্রীয় সরকারের (Central Government) অধীনে কাজ করতেন? তাহলে আপনার জন্য রইল বিরাট খবর, যা শুনে আপনিও হয়তো ছিটকে যেতে পারেন। কেউ হয়তো ভাবতেও পারেননি যে নয়া বছরের তাঁরা এমন খবর পাবেন।

   

এই ২০২৪ যেন কেন্দ্রীয় পেনশনভোগীদের জন্য সুখবর বয়ে আনল। নতুন বছরে সরকার (Government) তাদের ডিয়ারনেস রিলিফ (Dearness Relief) এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় সরকার পেনশনভোগীদের এই বিশেষ ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। ৫ম বেতন কমিশনের (5th Pay Commission) আওতায় আসা কর্মচারীদের এই বৃদ্ধির সুবিধা দেওয়া হবে।

সরকার ২০২৩ সালের ১ জুলাই থেকে এই বৃদ্ধি কার্যকর করেছে। এই বৃদ্ধির পর কর্মচারীদের ডিআরনেস রিলিফ ৪১২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪২৭ শতাংশ। কেন্দ্রীয় সরকারের ডিরেক্টর রবিন্দর কুমার জানিয়েছেন, সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ডের (সিপিএফ) সুবিধাভোগীদের ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির বিষয়টি রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। এখন তাদের মুদ্রাস্ফীতির ছাড় দেওয়া হবে। মৃত সিপিএফ সুবিধাভোগীদের বিধবা স্ত্রী এবং যাদের যোগ্য নির্ভরশীল সন্তান রয়েছে তারাও এই বৃদ্ধির সুবিধা পাবেন বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

da money

রবিন্দর কুমারের মতে, পেনশন বিভাগের পাশাপাশি ব্যাঙ্কগুলি পেনশনভোগীদের মহার্ঘ ভাতা গণনা করবে। এছাড়াও, যারা ইন্ডিয়া অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অন্তর্গত, তাদের তথ্যের জন্য এটি বলা দরকার যে এই নির্দেশটি সিএজি (ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল) এর সাথে পরামর্শের পরে নেওয়া হয়েছে। ১৯৬০ থেকে ১৯৮৫ সালের মধ্যে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের জন্য এই ডিআরনেস রিলিফ। তারা গ্রুপ এ, বি, সি এবং ডি অনুযায়ী অনুদানের অর্থ পাচ্ছেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর