দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে আকাশে, জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিগত কয়েকদিন ধরে দেখা নেই রোদের। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা হচ্ছে সামান্য। এর পাশাপাশি সঙ্গী তো হয়েইছেই ভ্যাপসা গরম। সব মিলিয়ে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে বাংলার সাধারণ মানুষের। মূলত একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত। যে কারণে দফায় দফায় বাংলার আবহাওয়া চোখ পাল্টি করছে। আজ সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেও মেঘে ঢেকে রয়েছে শহর কলকাতা থেকে শুরু করে বাংলার অন্যান্য জেলার আকাশ।

আজ কেমন থাকবে আবহাওয়া ?

তবে আজ সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া জানেন? যদি না জানা থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। বাড়ি থেকে বেরনোর আগে আপনিও জেনে রাখুন বাংলার আবহাওয়ার হাল হকিকত। জানা গিয়েছে, নিম্নচাপ অক্ষরেখাটির প্রভাবে আগামী দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

   

এছাড়া হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু জেলায় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজও বাংলার আবহাওয়া মোটের ওপর দুর্যোগপূর্ণ থাকবে বলে মনে হচ্ছে। রয়েছে কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কাও। হাওয়া অফিসের মতে, এদিন কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাংলার ৮ জেলায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক এবং মনোরম থাকলেও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতাতে কালবৈশাখীর পরিস্থিতি হতে পারে। এছাড়া ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর