ব্যবসা খতম চিনের! ভারতের এই প্রতিবেশী দেশে পা রাখছে Jio, ড্রাগনকে বড় ঝটকা আম্বানির

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani) ক্রমাগত তার ব্যবসা (Business) প্রসারিত করছেন। তাঁর সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries Limited) একের পর এক চুক্তি করছে। এবার মুকেশ আম্বানি চিনের (China) ঘুম উড়িয়ে দিতে রীতিমতো আসরে নামল। এবার ভারতের এক প্রতিবেশি দেশের একটি সরকারি সংস্থায় নজর পড়েছে আম্বানির, যেখানে রিলায়েন্সের টেলিকম সংস্থা রিলায়েন্স Jio শেয়ার কেনার আগ্রহ দেখিয়েছে। তবে আরও দুটি বড় কোম্পানি এই দৌড়ে অংশ নেবে বলে জানা গেছে।

ভারতের (India) দুটি প্রতিবেশী দেশে প্রতিনিয়ত বিনিয়োগ করছে চিন। এর মধ্যে রয়েছে মলদ্বীপ (Maldives) ও শ্রীলঙ্কা (Sri Lanka)। এই দুটি দেশই ভারত মহাসাগরে (Indian Ocean) অবস্থিত, যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এমন পরিস্থিতিতে নিজেদের শেয়ার বিক্রি করতে চায় শ্রীলঙ্কার সরকারি টেলিকম কোম্পানি। শ্রীলঙ্কার টেলিকম সংস্থায় শেয়ার রেখে চিন ভারতের উপর নজর রাখতে চাইলেও চিনের এই পদক্ষেপ নস্যাৎ করে দেওয়ার পরিকল্পনা করেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও।

   

শ্রীলঙ্কার টেলিকম পিএসসি-র শেয়ার কিনতে পারে রিলায়েন্স জিও। এতে দ্বিগুণ লাভ হবে ভারতের। প্রথমত, ভারতের উপর নজর রাখতে পারবে না চিন। এছাড়াও, ভারত থেকে শ্রীলঙ্কাগামী পর্যটকরা কম দামে আন্তর্জাতিক কল এবং ডেটার আনন্দ পাবেন। শ্রীলঙ্কা সরকার আর্থিকভাবে সমস্যার মুখোমুখি হচ্ছে।

এক রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কা সরকার টেলিকম পিএলসির নিলামের জন্য আবেদন চেয়েছে। এর মধ্যে মুকেশ আম্বানির জিও সহ তিনটি সংস্থা শ্রীলঙ্কার টেলিকম সংস্থার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছে। শ্রীলঙ্কার টেলিকম সংস্থা পিএলসি ৪৯.৫০ শতাংশ শেয়ার রয়েছে সরকারের কাছে এবং বাকি ৪৪.৯০ শতাংশ শেয়ার রয়েছে আমস্টারডাম ভিত্তিক সংস্থা গ্লোবাল টেলিকমিউনিকেশনের হাতে।

jio srilanka

শ্রীলঙ্কার টেলিকম সেক্টরে ঢোকার পর বিশ্ব টেলিকম বাজারে আধিপত্য বিস্তার করতে পারে Jio। বর্তমানে জিও ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা। ট্রাইয়ের অক্টোবর ২০২৩-এর তথ্য অনুসারে, Jio এই এক মাসে ৩১.৫৯ লক্ষ নতুন ব্যবহারকারী যুক্ত করেছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর