জায়গা মেলেনি সিঙ্গুরে! এবার এই রাজ্যে ২৭ হাজার কোটি টাকা বিনিয়োগ টাটার

আসাম (Assam) নিয়ে এবার বড় মন্তব্য করলেন দেশের অন্যতম বড় ব্যবসায়ী রতন টাটা (Ratan Tata)। অনেকেই হয়তো জানেন না যে দেশের সবথেকে পুরনো ব্যবসায়িক প্রতিষ্ঠান TATA Group আসামের জন্য একটি বড় বিনিয়োগ করতে চলেছে। টাকার পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে আপনারও।

আসামের জাগিরোডে বড় বিনিয়োগ করার তালে রয়েছে রতন টাটার কোম্পানি। এখানে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি করতে চলেছে TATA Group । আর এই প্ল্যান্ট স্থাপনের জন্য কোম্পানি ২৭,০০০ কোটি টাকার বিনিয়োগ করবে বলে খবর। এদিকে এত টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান সম্পর্কে বড় তথ্য দিয়েছেন ৮৬ বছরের রতন টাটা। এখন আপনিও কি জানতে চান যে রতন টাটা কী বলেছেন? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

   

রতন টাটা নিজের এক্স হ্যান্ডেলে আসাম নিয়ে বড় বার্তা দিয়েছেন। তিনি এই এক্স হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এই ছবিতে রতন টাটাকে অনেকের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। টাটার সঙ্গে দেখা গিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, TATA Sons-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে। যাইহোক, রতন টাটা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আসামে যে বিনিয়োগ করা হয়েছে তাতে করে ক্যান্সার রোগীরা অনেকটাই উপকৃত হয়েছে। এখানে তাঁদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। সব সমস্যার সমাধান অবধি করা হচ্ছে।’

রতন টাটার বয়স হয়েছে, কিন্তু তিনি এখনও ব্যবসায় সক্রিয়। রতন টাটা, যিনি কাজ এবং জনহিতকর কাজের পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রথম ক্যান্সার হাসপাতাল দিয়েছেন। ভারত সরকার সম্প্রতি সেমিকন্ডাক্টর কারখানার ৩টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে টাটার দুটো প্রজেক্ট রয়েছে। টাটা গ্রুপের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট গুজরাটের সানন্দে শুরু হচ্ছে। দ্বিতীয় প্ল্যান্টটি তৈরি হচ্ছে আসামে। ইতিমধ্যেই অসমে টাটা মোটরসের কারখানা রয়েছে। এখন সেখানে সেমিকন্ডাক্টর চিপ কারখানা স্থাপন করছে টাটা।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এই ইস্যুতে রতন টাটার সঙ্গে দেখা করে লিখেছেন, ‘আসামে বিনিয়োগ রাজ্যকে ক্যান্সার চিকিৎসায় দক্ষ করে তুলেছে। এখন আসাম সরকার এবং টাটা গ্রুপ একসাথে সেমিকন্ডাক্টরের বড় খেলোয়াড় হয়ে উঠবে।’ অন্যদিকে রতন টাটা লেখেন, এই সেমিকন্ডাক্টরের কারখানা আসামের মানচিত্রই বদলে দেবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর