মিটবে সমস্যা! RBI-র নিষেধাজ্ঞার পর PayTm কিনছেন আম্বানি? বড় বয়ান Jio-র

অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে Paytm সংস্থাটি। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) কোপের কারণে রাতের ঘুম উড়েছে Paytm-এর সঙ্গে যুক্ত থাকা সকলের। এরই মাঝে এই পেটিএম নিয়ে বড় তথ্য প্রকাশ্যে এল, যা শুনে চমকে যেতে পারেন আপনিও।

পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক (Paytm Payments Bank) নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর নতুন বিকল্প খুঁজছে পেটিএম। পেটিএমের মূল সংস্থা ওয়ান ৯৭ টি ব্যাংক এবং এনবিএফসি ওয়ালেটের সাথে আলোচনা করছে। এদিকে শোনা যাচ্ছে, পেটিএম ওয়ালেটের দখল নিতে চলেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও ফিনান্সিয়াল সার্ভিসেস (Jio Financial Services)। কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিসের তরফে একটি বিবৃতি জারি করে সত্যিটা জানানো হয়েছে।

   

জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের তরফে Paytm Wallet অধিগ্রহণের খবরটি অস্বীকার করা হয়েছে। স্টক এক্সচেঞ্জ বিএসই এই জাতীয় সমস্ত সংস্থাকে রিপোর্ট জমা দিতে বলেছিল। এরপরই সোমবার গভীর রাতে জিও ফিনান্সিয়াল সার্ভিস নিয়ন্ত্রক সংস্থায় একটি রিপোর্ট দাখিল করে জানায়, বাজারে এই ধরনের খবরের কোনও সত্যতা নেই। সংস্থাটি কারও সাথে আলোচনায় নেই।

সোমবার জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের শেয়ারের দাম বাম্পার বেড়েছে। যার পরে বলা হচ্ছিল যে পেটিএমের মূল সংস্থা ৯৭ কমিউনিকেশনস তার ওয়ালেট ব্যবসা বিক্রি করার জন্য মুকেশ আম্বানির সাথে আলোচনা করছে। কিন্তু জিও-র তরফে তা পুরোপুরি অস্বীকার করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। তারপর থেকেই নিজের অস্তিত্ব বাঁচাতে সঙ্কটের মুখে পড়েছে পেটিএম। যার পর থেকে ক্রমাগত কমছে পেটিএমের শেয়ারও।

paytm ambani

কয়েক দিনের ব্যবধানে এ শেয়ারের কারণে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। রিপোর্টে জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের পাশাপাশি এইচডিএফসি ব্যাঙ্কের নামও বেরিয়ে আসছিল যে তারাও পেটিএমে যোগ দিতে পারে। আরবিআই থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরেই পেটিএম তার গ্রাহকদের আশ্বস্ত করেছিল যে তারা অন্যান্য ব্যাংকের সাথে আলোচনা করছে যাতে সমস্যার সমাধান করা যায়।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর