IPL 2024: তিন ম্যাচ হেরেও প্লে অফে যাবে মুম্বই ইন্ডিয়ান্স! প্রকাশ্যে বড় ভবিষ্যদ্বাণী

এবারের মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) একেবারে অচেনা। দলে একের পর এক ভালো ক্রিকেটার। কিন্তু পারফরম্যান্স নামমাত্র। পয়েন্টের ঝুলি শূন্য। এখন পর্যন্ত তিন ম্যাচের (IPL 2024) সবকটিতেই হারের মুখ দেখতে হয়েছে দলটিকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গত ম্যাচটি নিয়ে এমআই ভক্তদের অনেক প্রত্যাশা ছিল। ঘরের মাঠে আরও করুণ ভাবে হেরেছে হার্দিক পান্ডিয়ার দল। এখন দলের যা ফর্ম তাতে প্লে অফের আশা ক্ষীণ বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে উঠে এল বড় রকমের পূর্বাভাস। দাবি করা হচ্ছে, মরসুমের শুরুটা ভালো না হলেও প্লে অফে চলে যেতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএল ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ান্স পরপর তিনটি ম্যাচ হেরেছে। মর্নিং শো দ্যা ডে প্রবাদের ওপর আস্থা রেখে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বলছেন, এ বার হয়তো মুম্বইয়ের পক্ষে প্লে অফে যাওয়া কঠিন। আবার ভিন্ন মত রয়েছে একই সঙ্গে। কেউ কেউ ২০১৩ সালের আইপিএলের কথা স্মরণ করছেন।

   

২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স টানা চার ম্যাচ হেরে আইপিএল ট্রফি জিতেছিল। অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি ও তারকা পেসার ব্রেট লি এ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর বিশ্বাস, মুম্বই এখনও প্লে অফে যেতে পারে। ফর্মে না থাকা মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে বড় বিবৃতি দিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্রেট লি।

পরপর ম্যাচ হারলেও এমআইকে প্লে অফের বাইরে রাখছেন না ব্রেট লি। তিনি বলছেন, সামনের ম্যাচগুলোতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই দল দারুণ প্রত্যাবর্তন করতে পারে।

ব্রেট লি বলেছেন, ‘আপনি যদি এমআইকে রেকর্ডের দিকে চোখ রাখেন, তাহলে দেখবেন যে তারা আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল। তাই এখনই মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে চিন্তিত নই। পরপর চার ম্যাচ পরাজয়ের পরেও কিন্তু তারা আইপিএল জিতেছে, এটাও কিন্তু মনে রাখতে হবে।”

তিনি আরও দাবি করেছেন, ‘দলে অনেক সমস্যা আছে, সেগুলো থেকে তাদের কাটিয়ে উঠতে হবে। যেমন রান না করা, বোলাররা ভালো বোলিং করতে পারছে না। কিন্তু এটা দেখে আমরা বলতে পারি না যে এমআই প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে। দল যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে এবং আপাতত তাদের ধৈর্য ধরতে হবে। এখন ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। “

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর