মাটি হবে দোলের আনন্দ! আজ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

আজ দোল পূর্ণিমা। সকলের মধ্যে একটা আনন্দের আমেজ বজায় রয়েছে, সেই সঙ্গে ছুটি তো রয়েছেই। ফলে আনন্দ সকলের জীবন হয়ে উঠেছে। এদিকে আর সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। বইছে ফুরফুরে হাওয়া বইছে। তবে বৃষ্টি হবে নাকি খটখটে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের?

এমনিতেই গরম পড়তে শুরু করে দিয়েছে। অন্যান্য সময়ে দোলেও কিছুটা হলেও ঠান্ডা আবহাওয়া থাকে, তবে বিগত কয়েক বছর ধরে এই ধারাবাহিকতায় ছেদ পড়েছে। যাইহোক, আজ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত ভাল রকম অস্বস্তিকর গরম অনুভুত হবে সারা বাংলা জুড়ে । হালকা মেঘ থাকলেও সূর্যের প্রখর তাপে না নাজেহাল হবেন বাংলার মানুষ। কিন্তু দাঁড়ান, এখনই মন খারাপের কিছু হয়নি। তবে এরই মাঝে স্বস্তির খবর হচ্ছে, আজ বিকেলে পর থেকে স্থান বিশেষে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

আজকের আবহাওয়া

   

এদিন উত্তরবঙ্গের সব জেলা, দক্ষিণবঙ্গের মধ্য ও পশ্চিমাঞ্চল এই সমস্ত অঞ্চলে বিকেলে পর থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে বলে পূর্বাভাস। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইবে, যার গতিবেগ হবে ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া। জানা যাচ্ছে, , সোমবার দোলযাত্রার দিন দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকা এছাড়া জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সমতল এলাকাতেও ভারী বৃষ্টির ভ্রুকুটি রয়েছে।

অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিকের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি নামবে ঝেঁপে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর