দক্ষিণবঙ্গে ফের ঠান্ডা, এতটা নামবে পারদ! বৃষ্টির ভ্রূকুটির মধ্যে সুখবর দিল আবহাওয়া দফতর

ভ্যাপসা গরমে কি আপনার অবস্থাও কাহিল হয়ে যাচ্ছে? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আগামী কয়েকদিন বাংলার (West Bengal) আবহাওয়া (Weather) কেমন থাকবে সেটা নিয়ে বিরাট আপডেট দিল আলিপুর হাওয়া অফিস। গরম, বৃষ্টি নাকি পারদ পতন? কী বলছে আলিপুর হাওয়া অফিস জেনে রাখুন।

বর্তমানে সকাল ও রাতের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলার দিকে বাড়ি থেকে রাস্তায় বেরনো যেন দায় হয়ে পরছে দিনে দিনে। মার্চ মাসে যে এত গরম হতে পারে তা হয়তো সকলের কল্পনার বাইরে। ইতিমধ্যে বাংলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপর পৌঁছে গেছে। যদিও আগামী দিনে এই তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা। পুরুলিয়া, বিষ্ণুপুর এবং খড়গপুর, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। যদিও দাঁড়ান, এবার আগামী দু থেকে তিনদিন কিছুটা তাপমাত্রা কমার ইঙ্গিত দিল হাওয়া অফিস। হ্যাঁ ঠিকই শুনেছেন।

   

হাওয়া অফিসের বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী দিন তিনেক বাংলার পারদ বেশ খানিকটা নামতে পারে। দক্ষিণবঙ্গের (South Bengal) সবকটি জেলারই পারদ দুই থেকে ৩ ডিগ্রি অবধি কমতে পারে বলে খবর। যদিও সুখের দিন হবে এই তিনটে দিনই। এরপর ফের একবার বাংলার পারদ হু হু করে চড়বে।

black cloud

এছাড়া আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল কিংবা সন্ধের দিকে হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-এর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে দু’ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে খবর। এদিকে দক্ষিণে বৃষ্টির তেমন পূর্বাভাস না থাকলেও আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর