অপেক্ষার অবসান, এই দিন থেকে দক্ষিণবঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা! জানিয়ে দিল আবহাওয়া দফতর

নতুন বছরের আগমন ঘটেছে। কিন্তু নতুন বছর আসলেও কি হবে? আবহাওয়ার (Weather) তো আর কোনোরকম পরিবর্তন ঘটেনি। ঠান্ডা তো নেই, বরং হু হু করে প্রত্যেকদিন তাপমাত্রা বেড়েই চলেছে। যে কারণে বেজায় মন খারাপ সকলের। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবত… এই ঠেলায় বাংলার (West Bengal) অবস্থা কার্যত জেরবার হয়ে গিয়েছে।

এদিকে দফায় দফায় বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে চলে আলিপুর আবহাওয়া দফতর। যদিও দক্ষিণবঙ্গের (South Bengal) অবস্থা খারাপ হলেও উত্তরবঙ্গে (North Bengal) পারদ পতন কিন্তু অব্যাহত রয়েছে। ফলে সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে বইছে খুশির হাওয়া। যদিও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, দক্ষিণবঙ্গের আবহাওয়ার কি কোনওরকম পরিবর্তন ঘটবে না?

   

আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিন। আজ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস। এখন গরম থাকলে আলিপুর আবহাওয়া অফিসের ইঙ্গিত অনুযায়ী, মকর সংক্রান্তির (Makar Sankranti) মধ্যেই জাঁকিয়ে ঠান্ডা করার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলায় জেলায়। ফের একবার শহর কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি ঘরে পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাওয়া অফিসের বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী বুধবার অবধি রাজ্যের তাপমাত্রা এভাবেই ওঠানামা করবে। কিন্তু বৃহস্পতিবার থেকেই আমূল বদলে যাবে আবহাওয়া। আর কোনও অভিযোগ থাকবে না ঠান্ডা নিয়ে কারোর। আজ ১৭ ডিগ্রি ছাড়িয়ে গেল কলকাতার তাপমাত্রা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা থাকছে। এদিকে আকাশ একদম মেঘমুক্ত থাকবে ।

winter weather

যদিও বৃহস্পতিবারের পর থেকে রাজ্যের তাপমাত্রা হু হু করে কমতে শুরু করবে। স্বাভাবিকের তুলনায় প্রায় দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে বাংলার। ফলে আপনিও যদি ভেবে থাকেন যে এখনই সোয়েটার, জ্যাকেট এবং লেপ, কম্বল আলমারিতে তুলে রাখবেন তাহলে দাঁড়ান।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর