৭০ কিমি বেগে ঝড়, তুমুল বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি অ্যালার্ট, আজকের আবহাওয়া

একদম যেন অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। গতকাল সোমবার হোলির দিন সন্ধ্যেবেলা আচমকাই বদলে যায় কলকাতা শহরসহ একাধিক জেলার আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি নামে জায়গায় জায়গায়। সেই সঙ্গে দোসর হয় দমকা হাওয়া। যে কারণে কিছুটা হলেও ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। তবে আজ মঙ্গলবার বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন?

আপনিও কি আজ বাড়ি থেকে বেরোনোর প্ল্যান করছেন? তাহলে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত। জানা গিয়েছে, আজও একাধিক জায়গায় তীব্র ঝড়-বৃষ্টি ধেয়ে আসবে বাংলায়। মূলত ধেয়ে আসছে ভয়াবহ তীব্র ঝড়বৃষ্টি। আগামী কয়েক ঘন্টায় বেশ কিছু জায়গায় শক্তিশালী তীব্র থেকে তীব্রতর কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

   

এছাড়া ব্যাপক শিলাবৃষ্টি ও প্রবল বজ্রপাতের সতর্কতা। বাতাসের গতি ঘন্টায় ৬০-৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা । হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে মালদহ ও দিনাজপুরেও। যে কারণে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা।

কলকাতার আবহাওয়া

এদিন সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। এদিকে আপনি যদি ভেবে থাকেন বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে তাহলে সেগুড়ে বালি।আপাতত উষ্ণতা বাড়বে। বৃষ্টি হলেও অস্বস্তিভাব কাটবে না। জানা গিয়েছে, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর