তিন থেকে চারদিন টানা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের ৭ জেলা! হবে শিলাবৃষ্টিও, আবহাওয়া খবর

কয়েকদিন আগে অবধি ঠান্ডায় (Winter) একপ্রকার কাবু হয়ে গিয়েছিলেন রাজ্যের সাধারণ মানুষ তবে যত সময় এগোচ্ছে তত যেন মনটা ভেঙে যাচ্ছে সকলের। কারণ ডিসেম্বর মাস তো গেল কিন্তু জানুয়ারি মাসেও যেন ঠান্ডা পড়তেই চাইছি না। ভোরের দিকে বা রাতের দিকে একটু শীতল আবহাওয়া থাকলেও বেলা গড়ালে ভ্যাপসা গরম পড়তে শুরু করে দেয়।

এদিকে আজ জানুয়ারি মাসের ২ তারিখ আর রাজ্যের আবহাওয়া প্রসঙ্গে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর যা শুনে আপনিও আকাশ থেকে পড়তে পারেন কেউ হয়তো ভাবতেও পারেনি এরকম পূর্বাভাস মিলতে পারে জানুয়ারি মাসে। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন আজ সারাদিন রাজ্যের আকাশ মূলত মেঘলাই থাকবে।

   

এছাড়া আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই ঘোরাফেরা করবে। যদিও নতুন সপ্তাহে আপনার যদি কোনও প্ল্যান হয়ে থাকে তবে আপনার সেই প্ল্যান জল ঢালতে পারে নাছোড়বান্দা বৃষ্টি। হ্যাঁ ঠিকই শুনেছেন এই ভরা শীতেও বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া অফিস। এখন শুধু নামেই জানুয়ারি মাস, কিন্তু শীতের একটু দেখা নেই। এদিকে নতুন বছর শুরু হতেই জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে কবে থেকে এই বৃষ্টি হবে বা কোথায় কোথায় বৃষ্টি হবে? তাহলে বিস্তারিত জানতে পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। জানা যাচ্ছে, আগামী ৫-৯ই জানুয়ারির মধ্যে দক্ষিণবঙ্গে (South Bengal) বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, হুগলি ও বর্ধমান জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলে শোনা যাচ্ছে। মূলত বঙ্গোপসাগরে ওপর ঘনীভূত হওয়া ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়া এভাবে ব্যাপক চোখ পাল্টি করেছে বলে অনুমান করা হচ্ছে।

rains wbbb

আজ সপ্তাহের দ্বিতীয় দিনে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকা যেমন দার্জিলিং, কালিম্পংএ বৃষ্টি হতে পারে । হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম ও দার্জিলিং-এও। যদিও আগামী কয়েক দিনের মধ্যেই রাতের তাপমাত্রা ফেরে একবার ঝপ করে কমে যাবে বলে পূর্বাভাস মিলেছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর