Apple-র পর Samsung! ভারতের মাটিতেই তৈরি হবে নয়া সিরিজের স্মার্টফোন, ঘোষণা সংস্থার

নতুন বছরে সকলকে বিরাট চমক দিল Samsung কোম্পানি। বছরের প্রথম গ্যালাক্সি (Samsung Galaxy S series) আনপ্যাকড ইভেন্টে স্যামসাং লঞ্চ করেছে নতুন Galaxy S24 Series। নতুন Samsung Galaxy S24 সিরিজে তিনটি দুর্দান্ত স্মার্টফোন রয়েছে – Samsung Galaxy S24, Samsung Galaxy S24 Plus এবং Samsung Galaxy S24 Ultra।

পূর্ববর্তী মডেলের বিপরীতে, নতুন মডেলটিতে ‘গ্যালাক্সি এআই’ ফিচার রয়েছে। এমনকি লাইভ ট্রান্সলেট, নোট অ্যাসিস্ট এবং সার্কেল টু সার্চ সহ অনেকগুলি আকর্ষণীয় AI ফিচার রয়েছে যা আপনাকে চমকে দেবে। নতুন ফোনে কল করার সময় রিয়েল টাইম দেখা যাবে। ফোনের ক্যামেরায় এআই ফিচারও রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী ফটো থেকে অবজেক্ট ডিলিট, মিনিমাইজ এবং মুভ করতে পারবেন।

   

তবে এখানেই শেষ নয়, স্যামসাং-এর তরফে দেওয়া হয়েছে আরও বড় চমক যা শুনলে আপনি আপনার কানকে বিশ্বাস করতে পারবেন না। Samsung ঘোষণা করেছে যে তাদের শেষ মডেল Galaxy S24 সিরিজ শুধুমাত্র ভারতেই (India) তৈরি করবে। এই সিরিজে তিনটি ফোন রয়েছে – Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra। এসব ফোন কোন কারখানায় তৈরি হবে তাও জানিয়ে দিয়েছে স্যামসাং। শুধু তাই নয়, ভারতে তৈরি গ্যালাক্সি এস২৪ ফোনের কয়েকটি বিদেশেও বিক্রি হবে, যেগুলির সঙ্গে ‘মেড ইন ইন্ডিয়া’র তকমা জুটবে।

স্যামসাং ইন্ডিয়ার প্রধান জেবি পার্ক জানিয়েছিলেন যে তার সর্বশেষ ফোন গ্যালাক্সি এস ২৪ সিরিজ কেবল ভারতেই তৈরি হবে। এই ফোনগুলি নয়ডার কারখানায় তৈরি হবে। স্যামসাং ইন্ডিয়া মোবাইল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজু পুল্লান আরও জানিয়েছেন, ভারতে তৈরি কিছু গ্যালাক্সি এস ২৪ ফোনও বিদেশে বিক্রি করা হবে।

samsung

১৮ জানুয়ারি থেকে গ্যালাক্সি এস২৪ সিরিজের প্রি-বুকিং শুরু হয়েছে। তাই তাড়াহুড়ো থাকলে স্যামসাং লাইভ বা যেকোনো স্যামসাং স্টোরে গিয়ে প্রি-বুকিং করে দিতে পারেন। অন্য সবার জন্য ফোনগুলো ৩১ জানুয়ারি থেকে দেশজুড়ে স্যামসাংয়ের অনলাইন ও অফলাইন স্টোরে পাওয়া যাবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর