টিকিট বুকিং থেকে ট্র্যাকিং সহ একাধিক সুবিধা! এক জায়গাতেই সব, ‘Super App’ আনছে রেল

ট্রেনের (Train) টিকিট (Ticket) বুক করা এখন আরও সহজ। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেলের উপর চোখ বন্ধ করে ভরসা করেন দেশের কোটি মানুষ। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ কিন্তু এই ট্রেনই হয়।

এদিকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে একের পর এক বড় পদক্ষেপ নিয়ে সকলকে চমকে দিচ্ছে ভারতীয় রেল। বলা ভালো যত সময় এগোচ্ছে ততই রেল যেন আপগ্রেড হয়ে যাচ্ছে। আরও উন্নত মানের ট্রেন, রেলওয়ে ট্র্যাক সহ কিছু পুরনো স্টেশন গুলির নতুন করে সংস্করণ…রেলের পদক্ষেপগুলো সকলের নজর কেড়েছে। ফলে রেলের পদক্ষেপ দেখে সকলেই সাধুবাদ জানাচ্ছেন।

   

ট্রেনে ভ্রমণ করতে মানুষের সবথেকে প্রথমে জরুরি হয় ট্রেনের টিকিটের। কাছেপিঠে যাওয়ার জন্য মানুষের এমনিতেই রেলস্টেশন থেকে ট্রেনের টিকিট কাটতে পারেন। তবে দূরপাল্লার ট্রেনের জন্য মানুষ অনলাইনে টিকিট কাটতে পছন্দ করেন। এর জন্য বেশ কিছু অ্যাপ রয়েছে। যার মধ্যে অন্যতম হলো আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation)। তবে এই অ্যাপ নিয়েও মানুষকে যথেষ্ট হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে।

এহেন অবস্থায় ট্রেনের টিকিট বুকিং এর জন্য একটি বিশেষ অ্যাপ এনে সকলকে চমকে দিতে চলেছে ভারতীয় রেল। নতুন এই অ্যাপটির নাম হল ‘Super App’। রেলওয়ের এই সুপার অ্যাপ দিয়ে অনেক কিছুই করতে পারবেন যাত্রীরা। বলা হচ্ছে, রেলওয়ের সুপার অ্যাপ থেকে শুরু করে একক অ্যাপে টিকিট বুকিং থেকে শুরু করে রিয়েল টাইমে ট্রেন ট্র্যাকিং করার মতো অনেক ফিচার থাকবে।

রিপোর্ট অনুযায়ী, এই অ্যাপটির মোট খরচ হবে ৯০ কোটি টাকা এবং এটি তৈরি করতে তিন বছরেরও বেশি সময় লাগবে। রেলওয়ের সুপার অ্যাপটি CRIS দ্বারা প্রস্তুত করা হবে যা রেলওয়ের আইটি কাজের দেখভাল করে। বর্তমানে IRCTC রেল কানেক্ট রেল টিকিট বুকিংয়ের জন্য ব্যবহৃত হয়। ফোন থেকে টিকিট বুকিংয়ের জন্য এটি বর্তমানে একমাত্র অফিসিয়াল অ্যাপ্লিকেশন। ১০০ মিলিয়নেরও বেশি মানুষ এই অ্যাপটি ব্যবহার করছেন।

এছাড়াও Rail Madad, UTS, Satark, TMS-Nirikshan, IRCTC Air ও PortRead-এর মতো অ্যাপরয়েছে যা রেল যাত্রীদের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সহায়তা করে। এখন রেলওয়ে এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলিকে একটি অ্যাপের মধ্যেই অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে।

train

প্রসঙ্গত, এর আগে সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছিল, কুয়াশা এড়াতে ২০ হাজার ফগপাস ডিভাইস প্রস্তুত করেছে ভারতীয় রেল, যার সাহায্যে শীতকালে কুয়াশার কারণে বিলম্বিত ট্রেনের সংখ্যা কমবে। আর এই ডিভাইসটির নাম হল FogPASS । এই FogPASS একটি পোর্টেবল ডিভাইস যা গুরুতর কুয়াশার পরিস্থিতিতেও লোকো পাইলট ট্র্যাকের তথ্য দেয়।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর