গ্রাহকদের বড় ঝটকা দিল Airtel, এক ঝটকায় রিচার্জের দাম বাড়াল এত টাকা

আপনিও কি বছরের পর বছর ধরে Airtel-র গ্রাহক? আপনিও কি প্রতি মাসে ফোন রিচার্জ করেন? এই মাসেও করবেন ভাবছেন? তাহলে রিচার্জ করার আগে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। কারণ বছরের তৃতীয় মাসে নিজেদের কোটি কোটি গ্রাহককে জোরদার ধাক্কা দিল দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel।

জানা যাচ্ছে, এবার এয়ারটেল তার প্রিপেইড মোবাইল রিচার্জ প্ল্যানের তালিকা থেকে দুটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান সরিয়ে দিল। আর এয়ারটেলের এহেন সিদ্ধান্তের কারণে স্বাভাবিকভাবেই মাথায় চিন্তার বাজ ভেঙে পড়েছে যারা একটু বাজেটের মধ্যে থাকেন। জানা গিয়েছে, এবার ১১৮ টাকা এবং ২৮৯ টাকার প্ল্যানগুলি সরিয়ে দিয়েছে কোম্পানি।

   

কোম্পানি নিঃশব্দে এই প্ল্যানগুলির দাম বাড়িয়ে দিয়েছে এবং এখন আপনাকে একই প্ল্যানের জন্য এবার থেকে যথাক্রমে ১২৯ টাকা এবং ৩২৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে। এই ১২৯ টাকার প্ল্যানটি কেবল ডেটা বুস্টার, এছাড়া ৩২৯ টাকার প্ল্যানটি ৩৫ দিনের জন্য বৈধ থাকবে আপনার মোবাইলে বলে সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে এয়ারটেলের তরফে। এখন ১২৯ টাকার প্ল্যানে আপনি পাবেন ১২ জিবি ডেটা যা আপনি যে কোনও সময় ব্যবহার করতে পারবেন। এই ডেটাটি কেবলমাত্র আপনার বিদ্যমান এয়ারটেল প্ল্যানের বৈধতার সাথে শেষ হবে।

অন্যদিকে এয়ারটেলের ২৮৯ টাকার প্ল্যান এখন ৩২৯ টাকায় পরিণত হয়েছে। আগে এই প্ল্যানের দাম ছিল ২৮৯ টাকা, এখন তা বাড়িয়ে ৩২৯ টাকা করা হয়েছে। এই প্ল্যানে আপনি ৩৫ দিনের বৈধতা পাবেন, সাথে ৪জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ৩০০টি এসএমএসের সুবিধা পাবেন। এছাড়াও আপনি এয়ারটেল থ্যাঙ্কসের সুবিধাগুলি বিনামূল্যে পাবেন, যেমন অ্যাপোলো 24X7 সার্কেলের সাবস্ক্রিপশন, বিনামূল্যে হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিক-এর সুবিধা পাবেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর