দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গের ৬ জেলায়! উত্তরবঙ্গে যাওয়া পর্যটকদের জন্য দারুণ খবর

কখনো ঠান্ডা (Cold) তো কখনো গরম (Hot)….এইরকমই কার্যত উথাল পাথাল করা আবহাওয়ার (Weather) দাপট চলছে সমগ্র রাজ্যজুড়ে। শীত (Winter) বাড়ুক আর না বাড়ুক ঘন কুয়াশার দাপট অব্যাহত রয়েছে বাংলা (West Bengal) সহ সমগ্র দেশজুড়ে। যে কারণে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।

এমনিতে ঘন কুয়াশা ও তীব্র শীতে জুবুথুবু হয়ে গিয়েছেন মানুষজন। প্রতিদিন পারদ পতন নিয়ে রেকর্ড গড়ছে একের পর শহর, রাজ্য। অন্যদিকে শীত এসেও যেন ধরা দিচ্ছে না বাংলায়। বলা ভাল, লুকোচুরির খেলায় মেতে উঠেছে শীত ও বৃষ্টি। বাংলায় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

   

এছাড়া আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ লাক্ষাদ্বীপ, কেরালা এবং উপকূলীয় কর্ণাটকে কিছু জায়গায় ভারী বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে তামিলনাড়ু, অভ্যন্তরীণ কর্ণাটক, রায়ালসিমা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ অংশ, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল, মধ্যপ্রদেশের কিছু অংশ, উত্তর ছত্তিশগড়, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টি

তবে আজ বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন সেটা? যদি না জেনে থাকেন তাহলে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি। আলিপুর মৌসম ভবনের তরফে জানানো হচ্ছে, আজ অর্থাৎ শুক্রবার থেকে বেশ কিছু জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পশ্চিমের জেলা ছাড়া বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ বৃষ্টি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিও ঘূর্ণাবতের বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না।

rain in winter

অসময়ের বৃষ্টির কারণ কী? জানাল আবহাওয়া দফতর

এখন সকলের একটাই প্রশ্ন, কেন এরকম অসময়ে বৃষ্টি? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া অফিসের বিজ্ঞানীরা জানাচ্ছেন, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে পশ্চিমের জেলাগুলিতে। যে কারণে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আজ নতুন করে তাপমাত্রা বেড়েছে। আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। তবে পর্যটকদের জন্য রয়েছে দারুণ সুখবর। আজ ও আগামীকাল শনিবার অর্থাৎ সপ্তাহান্তে তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে সান্দাকফু, চটকপুর, টাইগার হিল, ঘুম-সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা এবং সিকিমে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর