সোমবার থেকে চালু হচ্ছে শিয়ালদহ লাইনে ট্রেন? বড় আপডেট দিল রেল

আপনিও কি নিত্য রেল যাত্রী? ট্রেন ছাড়া চোখে সর্ষে ফুল দেখেন? তাহলে আপনার জন্য রইল বিশেষ খবর। বিশেষ করে আপনিও যদি শিয়ালদহ ডিভিশনের যাত্রী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। যারা নিত্য যাত্রী তাঁরা বিগত দুদিন ধরে শিয়ালদহ মেইন লাইনে একের পর এক ট্রেন বাতিল হওয়া থেকে শুরু করে বহু ট্রেন দেরিতে চলছিল। তবে এবার প্রকাশ্যে এল আরও বড় খবর।

দমদম জংশনে টানা ৫২ ঘণ্টা ধরে ইন্টারলকিং-এর কাজ চলছিল, যে কারণে পূর্ব রেলের তরফে এক গুচ্ছ লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়। এই নিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। এরপর আজ সোমবার সকাল থেকে ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ছিল। অনেকেই প্রশ্ন তুলতেন যে আদৌ কি স্বাভাবিক হবে রেল পরিষেবা? এই বিষয়ে এবার জানা গেল আরও বড় আপডেট।

   

শুক্রবার থেকে রবিবার অবধি বন্ধ ছিল ট্রেন পরিষেবা। তবে আজ সোমবার সকাল থেকেই শুরু হল ট্রেনের পথচলা। কিন্তু ট্রেন ধরতে গিয়েও আজ চরম হেনস্থার মুখোমুখি হতে হয়েছে সকলকে। ট্রেন চললেও বহু ট্রেন দেরিতে চলছিল। ফলে সকলেই মহা ফাঁপরে পড়েছিলেন। বিশেষ করে যারা স্কুল, কলেজ বা অফিস যাত্রী, তাঁদের আজ সমস্যার শেষ ছিল না।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বড় মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, আরও ১০০টি ট্রেন চালানো হবে। কৌশিক মিত্র জানিয়েছেন, এখন শিয়ালদহ শাখার সংশ্লিষ্ট লাইনে দৈনিক ২৪৪ টি লোকাল ট্রেন চলে। ইন্টারলকিংয়ের কাজ হয়ে গেলে ৩৬৪ টি লোকাল ট্রেন চালানো যাবে প্রতিদিন। সিগন্যালিং ব্যবস্থা অনেক বেশি মসৃণ। ট্রেনের গতিও বাড়বে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর