ভোটের আগে ফ্রিতে স্মার্টফোন, তিন মাস আনলিমিটেড ইন্টারনেট? জানুন কী বলছে কেন্দ্র

একটা ভালো স্মার্টফোন এবং সেইসঙ্গে আনলিমিটেড ডেটা পেতে কে না চান। আপনিও নিশ্চয়ই চান? তাহলে আপনাদের জন্য রইল একটি গুরুত্বপূর্ণ খবর। বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘোরাফেরা করছে। আর সেটা হল নাকি মোদী সরকার একদম বিনামূল্যে স্মার্টফোন দিচ্ছে।

শুধু তাই নয়, নাকি ৩ বছর অবধি আনলিমিটেড ডেটাও নাকি সরবরাহ করছে মোদী সরকার। বিগত কয়েক বছরে বেশ কিছু প্রকল্প এনে সকলকে চমকে দিয়েছে মোদী সরকার। যদিও এখন যত সময় এগোচ্ছে ততই হ্যাকাররাও আরও সক্রিয় হয়ে উঠছে। কীভাবে মানুষকে ঠকানো যায়, সেটা নিয়ে নিত্য ফন্দি আঁটছে হ্যাকাররা। এহেন অবস্থায় এমনই একটি খবর সোশ্যাল মিডিয়ায় তিব্র গতিতে ভাইরাল হচ্ছে। যেখানে বলা হচ্ছে, লোকসভা ভোটের আবহে মোদী সরকারের তরফে বিনামূল্যে স্মার্টফোন এবং ৩ বছরের সময়সীমা অবধি অফুরন্ত ডেটা দিচ্ছে সরকার।

   

বেশ কিছু ইউটিউব চ্যানেলে এমনই দাবি করা হচ্ছে। বিশেষ বিষয় হলো, মানুষকে ফাঁদে ফেলার জন্য স্ক্যামাররা একটি লিংকও শেয়ার করছে। এতে তাদের রেজিস্ট্রেশন অবধি করতে বলা হচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখি, গোটা বিষয়টি ভুয়ো। এমন কোনও ধরনের স্কিম কেন্দ্রীয় সরকারের তরফে পরিচালিত করা হচ্ছে না। এই ধরনের খবর সকলকে এরিয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনি যদি হোয়াটসঅ্যাপে বা ফেসবুক, ইনস্টাগ্রামে এরকম ধরনের মেসেজ পেয়ে থাকেন তাহলে সেগুলিকে আপনার এড়িয়ে চলাই উচিত হবে। এছাড়া অচেনা কোনও নম্বর থেকে কোনো লিঙ্কে আপনাকে ক্লিক করতে বলা হয় তাহলে ভুলেও সেই কাজ করবেন না কিন্তু, এতে ক্ষতি হতে পারে আপনারই।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর