না দেখলে বিশ্বাস হবে না! NJP সহ উত্তরবঙ্গের ২৬ স্টেশনে আমূল পরিবর্তন আনছে রেল

ভ্রমণপিপাসুদের ভ্রমণের বাকেট লিস্টে উত্তরবঙ্গের (North Bengal) নাম সর্বদা প্রথমে থাকে। এমন মানুষকে হয়তো খুব কম খুঁজে পাওয়া যাবে যে পাহাড় (Hill) ভালোবাসে না। আপনিও কি পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসেন? আপনিও কি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা? আপনিও কি উত্তরবঙ্গের যে কোনও জায়গায় যাওয়ার জন্য ট্রেনে যেতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত খবর।

উত্তরবঙ্গে যাওয়ার জন্য ট্রেনগুলির চাহিদা সবসময়ে তুঙ্গে থাকে। এদিকে সাধারণ যাত্রীদের কথা ভাবনা চিন্তা করে একের পর এক সিদ্ধান্ত নিয়েই চলেছে রেল (Indian Railways)। দেশে বেশ কিছু চমৎকার ট্রেন চলছে। বাংলাতেও বন্দে ভারত, অমৃত ভারত-এর মতো ট্রেনের চাকা গড়াচ্ছে। ফলে বেজায় খুশি রাজ্যের ভ্রমণপ্রেমীরা।

   

এদিকে চমৎকার ট্রেনগুলির পাশাপাশি, স্টেশনগুলিকে বিশ্বমানের করার উপর এখন জোর দেওয়া হচ্ছে। অমৃত ভারত স্টেশন স্কিম এমনই একটি প্রকল্প, এই প্রকল্পের অধীনে স্টেশন পরিবর্তনের প্রক্রিয়া চলছে। আর কেন্দ্রের এই বিশেষ স্কিমের আওতায় আনা হবে বাংলার বেশ কিছু রেল স্টেশনকে। আর এই রেল স্টেশনগুলির নাম শুনলে চমকে যাবেন আপনিও।

অমৃত ভারত স্টেশন উন্নয়ন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের ২৬টি রেল স্টেশন সহ পশ্চিমবঙ্গের ৯৮টি স্টেশনকে বিশ্বমানের স্টেশনে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রেলের তরফে। বালুরঘাট রেলওয়ে স্টেশনও (Balurghat railways station) এই প্রকল্পের আওতায় উন্নয়নের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে আলিপুরদুয়ার ডিভিশনের নিরাপত্তা পরিদর্শন করলেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অমৃত ভারত স্কিমের অধীনে আধুনিকীকরণ করা স্টেশনগুলিরও পরিদর্শন।

jalpaiguri

জানা গিয়েছে, সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব  আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত জলপাইগুড়ি রোড, ধুপগুড়ি ও নিউ কোচবিহার জং.স্টেশন-এর অগ্রগতি পর্যালোচনা করলেন যেগুলি অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পুনর্বিকাশের কাজ চলছে। জেনারেল ম্যানেজার এই স্টেশনগুলির অধীনে বিভিন্ন কাজের তদারকি করেন।

পরিদর্শনের সময় জেনারেল ম্যানেজার স্টেশনগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সামগ্রিক পরিস্থিতি, বিশেষত পয়েন্ট ও ক্রসিং-এ ট্রেনের রাইডিং মানদণ্ড, যাত্রা পথে লেভেল ক্রসিং গেটগুলির ট্র্যাক জিওমেট্রি ইনডেক্স (টিজিট) অবস্থার উন্নতি ইত্যাদি এবং গুরুত্বপূর্ণ ব্রিজগুলি পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন। এর পাশাপাশি রেল আধিকারিকরা বিভিন্ন স্টেশনের ক্রু লবি, প্যানেল রুম, রানিং রুম, ফুট ওভার ব্রিজ, প্ল্যাটফর্ম ও অন্যান্য যাত্রী সুযোগ-সুবিধা সম্পর্কিত কাজের পরিকল্পনাগুলি খতিয়ে দেখেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর