ভোট গণনার আগেই মিলবে বকেয়া DA! এবার কতটা? বড় ঘোষণা রাজ্যের

লোকসভা ভোটের আবহে মালামাল হয়ে গিয়েছেন কেন্দ্রীয় সরকার কর্মীরা। কারণ কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর এক ধাক্কায় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে। আর এই DA-র পরিমাণ এবার বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। ১ জানুয়ারি, ২০২৪ সাল থেকে কার্যকর হবে এই ডিএ প্রক্রিয়া।

শুধুমাত্র কী ডিএ, এরইসঙ্গে মিলবে একাধিক সুযোগ সুবিধা। এদিকে কেন্দ্রের দেখাদেখি আরও বহু রাজ্য নিজেদের সরকারি কর্মীদের কথা ভাবনাচিন্তা করে ডিএ বৃদ্ধি শুরু করে একাধিক দফতরের কর্মীদের বেতন বাড়িয়েছে। যদিও বাংলার সরকারি কর্মীদের কপাল যেন খুলতেই চাইছে না। রাজ্য সরকারের তরফে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও সরকারি কর্মীদের মধ্যে স্বস্তি নেই। অব্যাহত রয়েছে আন্দোলন। যদিও এরই মাঝে এল আরও বড় সুখবর।

   

আগামী মে মাস থেকে মাসে ‘এরিয়ার’ বা বকেয়া ডিএ’র টাকা দেওয়া হবে সরকারি কর্মীদের বলে কানাঘুষো শোনা যাচ্ছে। তবে এই টাকা পাবেন হরিয়ানা রাজ্যের সরকারি কর্মীরা। হোলির আগে এহেন বেতন বৃদ্ধির কথা শুনে সকলেই বেজায় খুশি। হরিয়ানার নয়াব সিং সরকারের তরফে জানানো হয়েছে সরকারি কর্মচারীরা তাদের মার্চ ২০২৪ সালের বেতনের সাথে বর্ধিত ডিএ পেতে শুরু করবেন। পাশাপাশি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে মে মাসে।

এর পাশাপাশি, রাজ্য সরকার ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে তার পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (ডিআর) দেওয়ার আদেশও জারি করেছে। ২০২৪ সালের এপ্রিলে বকেয়া পেনশন/পারিবারিক পেনশনের সঙ্গে তাদের ডিআর এবং মে মাসে জানুয়ারি ও ফেব্রুয়ারির বকেয়া অর্থ পরিশোধ করা হবে। সপ্তম বেতন কমিশন অনুযায়ী রাজ্যে আড়াই লক্ষেরও বেশি কর্মচারী বেতন নিচ্ছেন। যার ফলে এই সিদ্ধান্তে সরাসরি লাভবান হবেন তাঁরা। এর ফলে প্রায় ২ লক্ষ ৬২ হাজার পেনশনভোগীর ডিএ বাড়বে। ২ মাসের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর