SBI থেকে ১০ লক্ষের পার্সোনাল লোন ৫ বছরের জন্য নিলে কত টাকা হবে EMI? রইল সহজ হিসেব

মানুষের যে কোনও সময়ে টাকার দরকার পড়তেই পারে। অনেকের আছে তাৎক্ষনিক টাকা থাকে তো আবার কারোর কাছে টাকাই থাকে না। সেক্ষেত্রে অনেকেই আছেন যারা ব্যাঙ্কের (Bank) দ্বারস্থ হয়ে ব্যক্তিগত লোনের জন্য আবেদন জানান। আপনিও কি ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়ার পরিকল্পনা করছেন?

আপনিও দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) থেকে ৫ বছরের জন্য ১০ লাখ টাকার লোন (Loan) নেবেন ভাবছেন? জানেন কি কত টাকা ইএমআই (Equated monthly installment) হিসেবে দিতে হতে হবে আপনাকে? তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি।

   

SBI ব্যক্তির চাকরি এবং ক্রেডিট স্কোর বুঝে পার্সোনাল লোনের ওপর সুদ অফার করে। এই রেট ১১.১৫ শতাংশ থেকে শুরু করে ১৪.৩০ শতাংশ অবধি ছুঁতে পারে। যদি এসবিআই-তে আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে তাহলে তাহলে আপনি ১১.১৫ থেকে ১১.৬৫ শতাংশ অবধি সুদ পেয়ে যাবেন। কেউ যদি ৫ বছর মেয়াদে ১০ লাখ টাকার পার্সোনাল লোন (Personal Loan) নেন, তাহলে প্রতি মাসে তাঁকে কত টাকা EMI দিতে হবে নিশ্চয়ই ভাবছেন? এক্ষেত্রে এসবিআইয়ের ইএমআই ক্যালকুলেটর (Emi Calculator) অনুযায়ী, ৫ বছর মেয়াদি ১০ লাখ টাকার লোনে প্রতি মাসে ২১,৭৪২.০০ টাকা EMI দিতে হবে। শুধু সুদ দিতে হবে ৩,০৪,৫৪৫.৩৮ টাকা। অর্থাৎ গ্রাহক পাঁচ বছরে মোট ১৩,০৪,৫৪৫.৩৮ টাকা পরিশোধ করবেন।

sbi

১১.১৫ শতাংশ রেটে ৫ বছরের জন্য যদি কেউএ ১০ লক্ষ টাকার লোন নেন তাহলে আপনাকে মাসিক EMI হিসেবে ২১,৮১৭ টাকা করে দিতে হবে। অন্যদিকে ধরুণ কেউ যদি ১১.৬৫ শতাংশ রেটের সঙ্গে ৫ বছরের জন্য ১০ লক্ষ টাকার ব্যক্তিগন লোন নিল তাহলে ব্যক্তিকে প্রতি মাসে ২২,০৬৮ টাকা করে ইএমআই গুনতে হবে। অর্থাৎ আপনি মোট ৩,২৪,০৭৯ টাকা সুদ দেবেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর