ছিনিয়ে নেওয়া হল মুকুট, আম্বানিকে বড় ধাক্কা দিলেন আদানি! তোলপাড় ভারত

ফের একবার নতুন করে ধনকুবের মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) ধাক্কা দিলেন আরেক ব্যবসায়ী গৌতম আদানি (Gautam Adani)। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমনটাও হতে পারে নতুন বছরের শুরুতে।

মুকেশ আম্বানিকে পিছনে ফেললেন গৌতম আদানি

আদানি গ্রুপের (Adani Group) মালিক গৌতম আদানি আবারও দেশের ব্যবসায়ী এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries Limited) মালিক মুকেশ আম্বানিকে পিছনে ফেলে ভারত (India) ও এশিয়ার (Asia) সবচেয়ে ধনী ব্যক্তির মুকুট অর্জন করে নিয়েছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। বিগত কয়েক দিন ধরে আদানি গ্রুপের শেয়ারের অভূতপূর্ব উত্থানের কারণে গৌতম আদানির নিট সম্পদ (Net Worth) দ্রুত বৃদ্ধি পেয়েছে।

বিশ্ব ধনকুবেরদের র‍্যাঙ্কিংইয়ে বড় লাফ আদানির

   

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে টপকে আদানি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারপার্সন গৌতম আদানি আবারও ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবেও আবির্ভুত হয়েছেন। আদানি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১২-এ প্রবেশ করেছেন, যেখানে আম্বানি ১৩ তম স্থানে রয়েছেন। আদানির থেকে মাত্র এক ধাপ নীচে রয়েছেন আম্বানি।

২৪ ঘণ্টায় গৌতম আদানির সম্পদ বেড়েছে ৭.৬ বিলিয়ন ডলার।

শুধুমাত্র তাই নয়, আদানি গ্রুপের প্রধান সাম্প্রতিক নিট সম্পদ বৃদ্ধির সাথে সাথে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিও হয়েছেন। আদানি এবং আম্বানি উভয়ই গত বছরের তুলনায় তাদের Ranking-এ উন্নতি করেছে। গত ২৪ ঘণ্টায় গৌতম আদানির সম্পদ বেড়েছে ৭.৬ বিলিয়ন ডলার।

ambani adani

একই সময়ে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ৯৭ বিলিয়ন ডলার। গত ২৪ ঘণ্টায় তার সম্পদের পরিমাণ বেড়েছে ৬৬৫ মিলিয়ন ডলার। এদিকে ২০২৪ সালের ৩ জানুয়ারি আদানি-হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর গৌতম আদানির সংস্থাগুলির শেয়ারের দাম দ্রুত শক্তিশালী হয়েছে। ফলে আদানির নিট মূল্য বৃদ্ধি পেয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর