এখনও সন্তানহীন! মা হতে পারেননি অপরাজিতা, বিয়ের ২৫ বছর পর মুখ খুললেন অভিনেত্রী

অপরাজিতা আঢ্য… বছরের পর বছর ধরে সিনেমা হোক বা সিরিয়াল, চুটিয়ে অভিনয় করছেন। তাঁর অভিনয় সকলের মধ্যে একটা আলাদাই ছাপ ফেলে যায়। বর্তমানে তাঁকে স্টার জলসার জনপ্রিয় মেগা ‘জল থৈ থৈ ভালোবাসা’ সিরিয়ালে খুব সুন্দর একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। সে একাধারে একদম আদর্শ মা, স্ত্রী, বউমা, শাশুড়ি।

তাঁকে একদম সিনেমা, সিরিয়ালের একদম আদর্শ ‘মা’ হিসেবে দেখানো হয় সর্বদা। কিন্তু আপনি কি জানেন যে দীর্ঘ পঁচিশ বছরের বিবাহিত জীবনের পরেও মাতৃত্বের স্বাদ পাননি তিনি? কী শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। অভিনয়ের পাশাপাশি দীর্ঘ ২৫ বছর ধরে স্বামী অতনু হাজরার সঙ্গে চুটিয়ে সংসারটাও কিন্তু করছেন অপরাজিতা আঢ্য। তাঁর বাড়িতে আবার বেশ বড় করে লক্ষ্মী পুজোও কিন্তু হয়। কিন্তু এত বছর পরেও তাঁর ঘরে লক্ষ্মী বা কার্তিক আসেনি কিন্তু।

   

সন্তান না হওয়া নিয়ে কী কোনো আক্ষেপ আছে? এই বিষয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন ‘চিনি’, একান্নবর্তীর মতো হিট সিনেমার অভিনেত্রী। নিজের মা থেকে শুরু করে সন্তান না হওয়া নিয়ে অকপটে অনেক কথা বললেন অপরাজিতা। অপরাজিতা জানান, সন্তান জন্ম না দিলেই যে মা হওয়া সম্ভব না সেটা একদমই ভুল। তিনি জানালেন, অনেকেই আছেন যারা তাঁকে মা বল ডাকেন। কিন্তু একজন এমন আছেন যে অপরাজিতাকে ‘মা’ বলে ডাকেন।

তিনি জানালেন, ‘আমাকে তো অনেকেই ‘মা’ বলে ডাকে, কিন্তু যে সবচেয়ে কাছের মেয়ে, তার নাম গার্গী। সে আমাকে ‘মা’ এবং আমার স্বামী অতনু -কে ‘বাবা’ বলে ডাকে। আজ যদি আমার বায়োলজিকাল সন্তানও থাকত, তা হলেও সে কোনওদিন বোধহয় গার্গী হয়ে উঠতে পারত না। আমার স্বামী মাঝে ১০ দিন হাসপাতালে ছিলেন, গার্গী কিন্তু টানা হাসপাতালে ছিল। ওহ্… আচ্ছা বলি, আমার মেয়ে কিন্তু ব্যাঙ্কার। দারুণ পোস্ট চাকরি করে। মা একটা instinct। সেটা একটি উদযাপন। অনেক মেয়েদেরই বায়োলজিক্যাল সমস্যা থাকতে পারে। কিন্তু তাই বলে কি তিনি মা নন? কিংবা কোনও পুরুষ কি বাবা হতে পারেন না?’

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর