জি বাংলার পর স্টার জলসা! TRP-র ওভাবে বন্ধ হল সেরা সিরিয়াল, কেঁদে ভাসালেন অভিনেত্রী

যতই ভালো স্টারকাস্ট হোক বা গল্প হোক, টিআরপি (Target rating point) লিস্টে যদি শীর্ষে থাকতে না পারে তাহলে কোনো সিরিয়ালই (Tv Shows) বেশিদিন চলতে পারে না। অতীতে বারবার দেখা গিয়েছে, অনেক সিরিয়ালের গল্প হয়তো ভালো কিন্তু TRP-র অভাবে মাঝপথেই বন্ধ হয়ে গেছে। যে কারণে বেশ কয়েকবার মন ভেঙেছে বাংলা সিরিয়ালপ্রেমীদের।

তবে এবারও তার ব্যতিক্রম হল না। এবার বন্ধ হয়ে গেল স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় মেগা। কেউ হয়তো ভাবতেও পারেননি এমনটা হবে। জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুলের শেষ শুটিং হয়ে গেছে। এই সিরিয়াল যে বন্ধ হবে সেটা বারবারই জানা গিয়েছিল। এই খবরে শীলমোহর অবধি দিয়ে দিয়েছিলেন সিরিয়ালের কলাকুশলীরা। তবে এবার বন্ধ হয়ে গেল স্টার জলসার আরও একটি সিরিয়াল। এখন নিশ্চিয়ই ভাবছেন কোন সিরিয়াল শেষ হল? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

   

সিরিয়ালটি হল ‘সন্ধ্যতারা’ (Sandhya Tara)। হ্যাঁ ঠিকই শুনেছেন। দুই বোনের গল্প দিয়ে শুরু হয়েছিল এই মেগাটি। এখানেও সেই এক ছেলেকে নিয়ে দুই মেয়ের মধ্যে তা টানাটানির গল্প দেখা গিয়েছিল। তবে একটু অন্য ধরনের ছিল। দুই বোনকেই একে অপরের জন্য কীভাবে আত্মবলিদান দিতে হয় সেটাই দেখানো হয়েছিল। অন্য ঘরানার সিরিয়ালটি অনেকেরই পছন্দ হয়েছিল। তবে টিআরপির অভাবে বারবার স্লটহারা হয়েছে। সেরা দশে থাকলেও, একবারও পায়নি স্লট।

ফলে যা হয় আরকি। এক বছরও হয়নি, বন্ধ হল এই মেগা। ইতিমধ্যে একটি মনখারাপ করা দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন সন্ধাতারা সিরিয়ালের মূল অভিনেত্রী অন্বেষা হাজরা। তিনি ফেসবুকে লেখেন, ‘আজ ‘সন্ধ্যাতারা’ দূরদর্শনে শেষবারের মতো সম্প্রচারিত হবে। আমায় বলতে বললে, আমি বালতি বালতি বলতে পারি, কিন্তু লেখাটা একটু ‘মিয়াউওওওওওওওওও’ হয়ে যায়। আমার কাছে প্রতিটি কাজ সিঁড়িতে ওঠা। কিন্তু কিন্তু কিন্তু আমি খুব মিস করছি আমার টিম কে।’

sandhya tara

অভিনেত্রী আরো লেখেন, ‘প্রতিটা প্রজেক্টের যাত্রা যত দিনের হোক না কেন…. প্রত্যেকটা কাজের শেষে আমার সবচেয়ে বড় পাওনা হল সবার সাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করতে পারাটা।আর আপনারা যারা প্রতিদিন আমাদের দেখেন…. বলাই বাহুল্য যে কোন চ্যানেলের প্রতিটা মেগাই, প্রতিটা কাজ শুধু মাত্র আপনাদেরই জন্য। এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর বলতেই হয় লাস্ট বাট নট দা লিস্ট ‘দি সাহানা’, পাপান, বড় হুলি, চিম চিম দি, গুড্ডি দি, সৈকত দা আই লাব উ তোমাদের। স্টার জলসাকে আমার অনেক অনেক ভালোবাসা। আপাতত বাই বাই, টাটা…. Fir Milenge chalte chalte।’ এদিকে এই সন্ধ্যাতারা-র জায়গায় আসছে নতুন সিরিয়াল বঁধুয়া। রেজওয়ান রব্বানি শেখ এবং জ্যোতির্ময়ীকে দেখা যাবে বঁধুয়া-তে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর