মাত্র ১৯ বছরেই বিয়ে, সিনেমা বানানোর আছিলায় …! এতদিন পর বরের গল্প শোনালেন লিলি

দেশভাগের যন্ত্রণা এখনও অবধি ভুলতে পারেননি বহু মানুষ। এই দেশভাগের জেরে কয়েক লক্ষ মানুষ নিজের ভিটেমাটি ছেড়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসেন। যাদের মধ্যে অন্যতম ছিলেন বাংলার বিখ্যাত অভিনেত্রী লিলি চক্রবর্তীও (Lily Chakravarty)। দেশভাগের সময় ছোট্ট লিলি বাবার হাত ধরে বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে (India) আসেন।

তারপর এপারে এসে পড়াশোনা এবং ধীরে ধীরে অভিনয় জগতে পাড়ি দেন লিলি চক্রবর্তী। ১৯৫৮ সালে প্রথম সিনেমা জগতে পা রাখেন তিনি। তাঁর প্রথম সিনেমা অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের (Shubhendu Chattopadhyay) বিপরীতে ‘ভানু পেল লটারি’ (Bhanu Pelo Lottery) সিনেমায় প্রথম কাজের সুযোগ পান লিলি চক্রবর্তী।

   

তৎকালীন কিছু অভিনেত্রী যেমন সুচিত্রা ভট্টাচার্য, সাবিত্রী চট্টোপাধ্যায় সহ বেশ কিছু অভিনেত্রীর পাশাপাশি লিলি চক্রবর্তী নিজের একটা আলাদাই জগত তৈরি করে নিয়েছিলেন। বাংলা সিনেমা তো রয়েইছেই, এর পাশাপাশি বহু হিন্দি সিনেমাতেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।

বর্তমান সময়ে অভিনেত্রীকে বাংলা সিনেমায় অভিনয় করা পাশাপাশি বেশ কিছু টেলিভিশন সিরিয়ালেও এই বর্ষীয়ান অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যায়। তবে আপনি কি জানেন লিলি চক্রবর্তীর স্বামীর নাম কি? তাহলে জানিয়ে রাখি, তাঁর স্বামীর নাম হল অজিত কুমার ঘোষ।

lily chakraborty

অনেকেই হয়তো জানেন না যে লিলি চক্রবর্তীর বয়স যখন মাত্র ১৯ তখন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি ঘরে ঘরে জি বাংলার ১০০ নম্বর এপিসোডে অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) হাজির হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রীর বাড়িতে। ব্যস তারপর আর কি, আড্ডায় মেতে ওঠেন দুই দাপুটে অভিনেত্রী। লিলি চক্রবর্তীর স্বামীর নাম অজিত কুমার ঘোষ পেশায় ছিলেন ডেয়ারি ও ফার্মেসির ব্যবসা। সবসময় অজিতবাবু পাশে ছিলেন স্ত্রী লিলির বলে জানান খোদ অভিনেত্রী।  ছিলেন ফ্রেন্ড, ফিলোসফার।

স্বামী অজিতের সঙ্গে কীভাবে আলাপ হল? তা নিয়ে কথা বলতে গিয়ে এই বর্ষীয়ান অভিনেত্রী জানান, ‘উনি হয়ত সিনেমা বানাতে এসেছিলেন। ওনার ব্যবসা ছিল। কিন্তু হঠাৎ শখ হল সিনেমা করবেন। রেগুলার বাড়ি আসতে শুরু করল। কিন্তু সিনেমা তো আর করা হল না। বিয়ে করে নিল আমাকে।’

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর