এই দিন ফের বিয়ের পিঁড়িতে বসছেন অনুপম! রূপে, গুণে পিয়াকে দশ গোল দেবে গায়কের হবু স্ত্রী

এবার ছাদনাতলায় বসতে চলেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপম রায় (Anupam Roy)। হ্যাঁ ঠিকই শুনেছেন। কয়েক মাস আগেই তাঁর প্রাক্তন স্ত্রী পিয়া ঘর বাঁধেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধায়ের (Parambrata Chatterjee) সঙ্গে। এই ঘটনা একদিকে যখন গোটা বাংলার বিনোদন দুনিয়াকে কাঁপিয়ে দেয়, ঠিক সেই সময়ে এবার মনে বসন্তের রঙ লাগল অনুপমের জীবনে।

অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়াকে নিয়ে কম জলঘোলা হয়নি। সকলেই তাঁকে সুখের সংসার ভাঙার জন্য দোষীর কাঠগড়ায় তোলেন। শুধুমাত্র তাই নয়, অভিনেতা পরমব্রতকেও কিন্তু কম কটু কথা শুনতে হয়নি। তবে এসবের মাঝেই শোনা যাচ্ছে, আগামী মার্চ মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়ক অনুপম। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে পাত্রী কে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

   

অনুপম রায়ের হবু স্ত্রীও কিন্তু একজন খ্যাতনামা সঙ্গীতশিল্পী। আপনিও নিশ্চয়ই কখনও না কখনও তাঁর নাম ও গান শুনে থাকবেন নিশ্চয়ই। তিনি আর অন্য কেউ নন, অনুপমের সেই মনের মানুষটি হলেন গায়িকা প্রস্মিতা পাল (Prashmita Paul)। জানা গিয়েছে, বেশ কিছু সময় ধরেই দুজনের মধ্যে মন নেওয়া-নেওয়ী হয়েছে। তবে এবার এই প্রেম পর্ব গড়াতে চলেছে বিয়ে অবধি। আর নিজেই সেই কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন গায়ক। অনুপম রায় জানিয়েছেন যে তিনি আগামী ২ মার্চ বিয়ে করছেন। পাত্রী জনপ্রিয় গায়িকা প্রস্মিতা পাল।

এদিকে প্রস্মিতা বলেন, ‘কলকাতাতেই আমার জন্ম। ছেটবেলা থেকে এখানেই বড় হয়েছি। আওয়ার লেডি ক্যুইন অফ মিশন স্কুল থেকে পড়াশোনা করেছি। ওখান থেকে টুয়েলভথ পাশ করেছি। তারপর লরেটোতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ি। মাস্টার্সও করেছি কম্পিউটার সায়েন্স নিয়েই। ওটা করেছি ইন্সটিউট অফ ইঞ্জিয়ারিং ম্যানেজমেন্ট থেকে। গান তো ছোট থেকেই শিখেছি। এখনও শিখছি। কারণ শেখার তো কোনও শেষ নেই। কল্পিতা রায়, উনি আমার বাড়িতে এসে গান শিখিয়ে যান। কাজের ক্ষেত্রে খুব কম সময় পাই। কিন্তু, যখন সময় পাই তখন বই পড়ি। আর ঘুরতে আমার খুব ভালো লাগে’।

anupam prashmita

টলিউডের বহু সিনেমায় গলা দিয়েছেন প্রস্মিতা। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে প্রস্মিতা কোন কোন গানে গলা দিয়েছেন? তাহলে আপনাদের জানিয়ে রাখি, ‘বোঝেনা সে বোঝেনা’-তে গান গেয়েছেন। এর পাশাপাশি ‘শুধু তোমারই জন্য’, ‘দেখতে বউ বউ’, ‘বলো দুগ্গা মাইকী’ সিনেমার ‘হতে পারে না’ গান গেয়েছেন। ‘হাইওয়ে’ ছবিতে অনুপমের সুর করা ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন প্রস্মিতা পাল। সেইসঙ্গে কাঠমান্ডু ছবির ‘মন আমার’ গানটি অনুপমের সুরে দুজনে গেয়েছিলেন একসঙ্গে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর