Zomato, Swiggy-র দিন শেষ! এবার ফুড ডেলিভারি করবে টাটা, এই সুবিধা পাবেন গ্রাহকরা

বাইরে রেস্তোরাঁ (Restaurant) হোক বা স্ট্রিট ফুড (Street Food)….খেতে কে না ভালোবাসেন। কিন্তু অনেকেই আছেন আবার যারা বাড়িতে খাবার অর্ডার করে খেতে ভালোবাসেন। সেক্ষেত্রে Zomato হোক বা Swiggy… এই দুটি জিনিসের মাধ্যমে মানুষ খাবার অর্ডার করেন। অবশ্য বিভিন্ন রেস্তোরাঁ এমনও আছে যেখানে ফোন করলে খাবার ডেলিভারি দিয়ে যায়। যাইহোক, আজ এই প্রতিবেদনে এমন একটি কোম্পানিকে নিয়ে কথা হবে যার রাজত্ব কয়েক শতক ধরে দেশে চলছে। এমন কোনো জিনিস নেই যেখানে কোম্পানিটি তাদের ব্যবসা বিস্তার করেনি। আপনিও কি কিছু আন্দাজ করছেন?

ফুড ডেলিভারির বাজারে ঢুকতে চলেছে টাটা (Tata Group) বলে শোনা যাচ্ছে। টাটা কোম্পানির টাটা নিউ, জোম্যাটো, সুইগির সঙ্গে পাল্লা দিতে ওএনডিসিতে যোগ দিতে পারে। সল্ট-টু-সফটওয়্যার কনগ্লোমারেট টাটার সুপার অ্যাপ, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ওএনডিসি) অনলাইন ফুড অর্ডার স্পেসে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে ক্লোজড ইউজার গ্রুপ টেস্টের জন্য এটি চালু করা হতে পারে। তবে, ফিচারটি বৃহত্তর জনসাধারণের কাছে লাইভ হতে এখনও এক মাস বা তারও বেশি সময় লাগতে পারে।

   

এক রিপোর্ট অনুযায়ী, খাবার অর্ডার করার ক্ষেত্রে প্রবেশের পেছনে ‘হাই-ফ্রিকোয়েন্সি ইউজ কেস’ তৈরি করে গ্রাহকদের নিয়মিত অ্যাপে ফিরিয়ে আনা। এর ফলে টাটা নিউ অ্যাপে তাদের অন্যান্য পণ্য পোশাক, গয়না, মুদিখানা, ইলেকট্রনিক্স, উড়ান এবং অন্যান্য বিভাগে বিক্রি করতে পারবে।

বর্তমানে TATA Neu অ্যাপে খাবারের অপশন রয়েছে। তবে তাজমহল সহ টাটা গ্রুপের রেস্তোরাঁগুলির মেন্যুও রয়েছে তাজমহলে। ওএনডিসি ইন্টিগ্রেশনের পরে, অ্যাপটিতে শহরগুলির বিপুল সংখ্যক খাবারের দোকান থেকে ডাইনিং বিকল্প থাকবে। বর্তমানে ফুড ডেলিভারি মার্কেটে সুইগি ও জোম্যাটোর ৯৫ শতাংশের বেশি শেয়ার রয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর