Jio অতীত, এবার টেলিকম ব্যবসায় নামছেন ভারতের আরেক ধনকুবের! পেতে পারেন ফ্রি

বড় পরীক্ষার মুখে পড়তে পারেন মুকেশ আম্বানি। তাঁর বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন দেশেরই অন্য এক বড় ব্যবসাদার। তিনি আর কেউ নন গৌতম আদানি। অনেকের অনুমান ভারতের টেলিকম সংস্থায় অদূর ভবিষ্যতে দেখা যেতে পারে আম্বানি vs আদানি।

দেশের টেলিকম ব্যবসার রঙ রূপ বদলে দিয়েছেন মুকেশ আম্বানি। তাঁর রিয়ালেন্স Jio প্রকাশ হওয়ার পর ভারতীয় টেলিকম ব্যবস্থার আপাদমস্তক বদলে দিয়েছে। জিও আসার পর ২জি, ৩জি থেকে দ্রুত 5G পরিষেবায় প্রবেশ করেছে ভারত। দেশে টেলিকম ব্যবস্থায় দ্রুত এই বদলের নেপথ্য কারিগর জিও। জিওর ইউসার সংখ্যক এতোটাই বেশি যে পাত্তা পাচ্ছে না কোনও টেলিকম কোম্পানি।

   

ভারতে একচেটিয়া ভাবে ব্যবসা করছে রিলায়েন্স জিও। Airtel, Vodafone কিংবা ভিআই বিভিন্ন অফার এনে বাজার গরম করার চেষ্টা করলেও জমিয়ে ব্যবসা করছে আম্বানিও রিলায়েন্স জিও। ধনকুবের ব্যবসায়ীকে টক্কর দেওয়ার জন্য আরও একজন ধনকুবের ব্যবসায়ীর প্রয়োজন বলে অনেকে মনে করছেন। গৌতম আদানি যে আম্বানিকে টক্কর দিতে পারেন সেটা বলাই বাহুল্য।

আদানি গ্রুপের এখনই কোনও টেলিকম ব্যবসা নেই। তবে বছর দুই আগে, ২০২২ সালে কিছু ৫জি স্পেকট্রাম কিনেছিলেন গৌতম আদানি। কেনার পর আর কোনও উদ্যোগ নেননি আদানি। ব্যাপার কি জানতে আদানি গ্রুপকে ‘শো-কজ’ নোটিশ পাঠিয়েছিল TRAI। আদানি টেলিকম ব্যবসায় নামতে পারে এই জল্পনা আর শোনা যায়নি। তবে সম্প্রতি একটি ঘটনা অনেকের ভাবনা বদল করেছেন।

সম্প্রতি চিপসেট নির্মাতা কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমনের সঙ্গে বৈঠকে বসেছিলেন গৌতম আদানি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনার ঘনঘটা । এই জল্পনার মধ্যে এখনও কোনও সত্যতা পাওয়া যায়নি। কিংবা গৌতম, আদানি গ্রুপ কারও পক্ষ থেকে কিছু ঘোষণা করা হয়নি। একাংশের ধারনা, কোয়ালকমের সিইওর সঙ্গে হাত মিলিয়ে টেলিকম ব্যবসায় শুরু করতে চাইছেন গৌতম আদানি।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর