চিনের দাদাগিরি শেষ, এবার বড় চুক্তি করলেন গৌতম আদানি! বিশ্বে বাজবে ভারতের ডঙ্কা

চিনকে টক্কর দিতে আসরে নেমেছে ভারত। সে সীমান্ত হোক বা সেমিকন্ডাকটর চিপ…চিনের রমরমা শেষ করতে এক কথায় কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে ভারত সরকার। এটা তো সকলেই জানেন যে চিন যে কোনো ইলেক্ট্রনিক জিনিস তৈরি করার ক্ষেত্রে সকলকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে।

এদিকে বিভিন্ন ধরণের ইলেকট্রনিক গ্যাজেটে ব্যবহৃত অ্যাডভান্সড চিপসেট তৈরিতে অনেকটাই এগিয়ে রয়েছে চিন। কিন্তু বিগত কিছু বছর ধরে ভারত ও চিনের মধ্যেকার সম্পর্ক এক কথায় সাপে নেউলের মতো হয়ে রয়েছে। এহেন অবস্থায় এখন এই দুই দেশ যেন ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে। সেইসঙ্গে চিনকে ঠেকাতে ভারত সরকার ভারতের দুই ধনকুবের ব্যবসায়ী গৌতম আদানি এবং টাটার সঙ্গে যোগাযোগ রাখছে বলে খবর। তবে আজ এই প্রতিবেদনে কথা হবে গৌতম আদানিকে নিয়ে।

   

জানা যাচ্ছে, আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আর আমনের সঙ্গে বৈঠক করেছেন। এক টুইট বার্তায় আদানি বলেন, ‘কোয়ালকমের প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি অনেক কিছু শিখেছেন। ভারতের সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নতুন প্রযুক্তি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি আমাদের ভালো লেগেছে।’

এদিকে দুই কর্তার বৈঠককে অনেকেই কৌশলগত আখ্যা দিয়েছেন। কোয়ালকমের সিইওর সাথে গৌতম আদানির বৈঠকটি আদানি গ্রুপের সেমিকন্ডাক্টরগুলি তৈরিতে প্রবেশের লক্ষণ হিসাবে বিবেচিত হচ্ছে অনেকের কাছে। দু’জনের দীর্ঘ বৈঠকে সেমিকন্ডাক্টর সেক্টরে ভারতের ভবিষ্যতের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কানাঘুষো আরও শোনা যাচ্ছে, আদানি চিপসেট এবং AI সেক্টরে প্রচুর বিনিয়োগ করতে পারেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর