শীতলকুচিঃ আরজি কর নিয়ে প্রতিবাদ করছেন? সরকার বা মুখ্যমন্ত্রীর কাছে বিচার বা জবাব চাইছেন? আপনি কী মহিলা? তাহলে সাবধান! আরজি কর নিয়ে প্রতিবাদ আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচারে নামলে বন্ধ করে দেওয়া হবে আপনার লক্ষ্মীর ভান্ডার। এমনটাই হুমকি দিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা। তিনি আরও জানান, লোকসভা ভোটের পর যেমন রেশন চাল বন্ধ করে দেওয়া হয়েছে, তেমনই সরকারি প্রকল্পের টাকাও বন্ধ করে দেওয়া হবে।
আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে ১৪ আগস্ট থেকে বাংলার প্রতিটি জেলা, ব্লক, মহকুমা, পাড়া থেকে মহিলা, পুরুষ, বাচ্চা, বুড়ো সবাই পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। বাদ যায়নি কোচবিহারের শীতলকুচিও। সাধারণ মানুষের পর সেখানকার তৃণমূল নেতৃত্বও দোষীদের শাস্তির দাবিতে মিছিল করেন।
এরপমিছিলের পর সেখানকার ব্লক কমিটির সাধারণ সম্পাদক অশোককুমার রায় বলেন, ‘লোকসভা ভোটের আগে বিরোধীরা বলেছিল, কেন্দ্র চাল না দিলে দিদি কোথা থেকে দেবে? ভোটের পরে তাদের খুঁজে বার করে রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এবার আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা চক্রান্ত শুরু করেছে। এবার যারা চক্রান্ত করবে তাদের লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প সহ সমস্ত সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে।’
এই নিয়ে বিজেপির তরফ থেকেও প্রতিক্রিয়া এসেছে, শীতলকুচির বিজেপি নেতা কনকচন্দ্র বর্মণ জানান, ‘বিরোধীদের রেশন দেওয়া বন্ধের কথা প্রকাশ্যেই স্বীকার কচে তৃণমূল। তাহলে এবার ভাবুন বাংলার গণতন্ত্র কোথায়। এখন তাঁরা প্রতিবাদ রুখতে হুমকি দেওয়া শুরু করেছে।’