আর মিলবে না টাকা! এই মহিলাদের এবার থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ
শীতলকুচিঃ আরজি কর নিয়ে প্রতিবাদ করছেন? সরকার বা মুখ্যমন্ত্রীর কাছে বিচার বা জবাব চাইছেন? আপনি কী মহিলা? তাহলে সাবধান! আরজি কর নিয়ে প্রতিবাদ আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচারে নামলে বন্ধ করে দেওয়া হবে আপনার লক্ষ্মীর ভান্ডার। এমনটাই হুমকি দিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা। তিনি আরও জানান, লোকসভা ভোটের পর যেমন রেশন চাল বন্ধ করে দেওয়া হয়েছে, ...