এক ঘণ্টা বাংলা জুড়ে ‘চাক্কাজ্যাম’, চলবে না কোনও গাড়ি! হয়ে গেল বড় ঘোষণা

কলকাতাঃ আরজি কর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নেমেছে বাংলার আপামর জনগণ। শিশু থেকে বয়স্ক ৮ থেকে ৮০ সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছে। পাশাপাশি সরকারের বিরুদ্ধে ওঠা প্রমাণ লোপাটের অভিযোগের পর নবান্নের কাছে জবাব চাইছে সবাই। বাদ যায়নি রাজনৈতিক দলগুলো। সিপিএম থেকে বিজেপি সবাই নিজেদের মতো করে আন্দোলন করে চলেছে।

ওদিকে আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এর আগে এই অভিযান বন্ধ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু হাইকোর্ট রাজ্যকে ঝটকা দিয়ে ছাত্র সমাজকে নবান্ন অভিযান করার অনুমতি দেয়। আর এই নবান্ন অভিযান ঘিরে আগামীকাল কলকাতা অশান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বড় ঘোষণা সুকান্ত মজুমদারের

   

আর এই নবান্ন অভিযানের মাঝেই এবার বিজেপির তরফে বড় ঘোষণা করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার গোটা বাংলায় চাক্কা জ্যামের ঘোষণা করেছেন। ইতিমধ্যে আগামী ২৮ আগস্ট থেকে ধর্মতলায় ধরনায় বসতে চলেছে বিজেপি। আর এই কর্মসূচির মাঝেই একগুচ্ছ কর্মসূচির ঘোষণাও করেন তিনি।

কবে হবে চাক্কাজ্যাম?

সুকান্ত মজুমদার জানান, ২৮ আগস্ট মহিলা কমিশনের অফিসে তালা ঝোলানর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ আগস্ট সব জেলার জেলাশাসককার্জালয় ঘেরাও করবে বিজেপি। ২ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি ব্লকে পালিত হবে একদিনের অবস্থান বিক্ষোভ। আর ৪ঠা সেপ্টেম্বর রাজ্য জুড়ে এক ঘণ্টা চাক্কাজ্যাম কর্মসুচি পালন করা হবে বিজেপির তরফে। সুকান্ত মজুমদার হুঙ্কার দিয়ে বলেন। ৮ঠা সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা অবধি রাজ্য স্তব্ধ করে দেওয়া হবে। ওই এক ঘণ্টা রাজ্যের কোথাও কোনও গাড়ির চাকা চলতে দেওয়া হবে না।

Avatar

সম্পর্কিত খবর